IEB সদস্যপদ নেয়ার দাবীতে EEE র শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাশ বর্জন
EEE ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তাদের ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউট বাংলাদেশ (IEB) এর সদস্য পদ নেয়ার দাবীতে টানা ২দিন ক্লাশ বর্জন করল। গত কাল শুরু হওয়া এ আন্দোলন আজ ২য় দিনও চলমান ছিল। শিক্ষার্থীদেএ দীর্ঘদিনের এ দাবী পূরণ না হওয়ায় গত বুধবার ডিপার্টমেন্টে IEB মেম্বারশিপের ব্যাপারে কতৃপক্ষের অবস্থান জানতে চেয়ে আবেদন করে শিক্ষার্থীরা। রবিবারের মধ্যে কোন জবাব না পাওয়ায় সোমবার থেকে লাগাতার ক্লাশ বর্জন কর্মসূচী শুরু করে ইইই ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। বিগত সময় গুলোতে বিভিন্ন সময় আন্দোলনের মাধ্যমে ছাত্ররা তাদের IEB মেম্বারশিপের জন্য দাবী করে আসলেও এটা দ্রুত বাস্তবায়নে কোন পদক্ষেপ না নেয়ায় শিক্ষার্থীরা এক দফা আন্দালনে নামে।
জানা যায়, ডিপার্টমেন্টের বর্তমান হেড স্যারের নেতৃত্ব এ ৩ সদস্যের একটি টিম IEB র জন্য এপ্লাই করে ২০১৩ সালের ডিসেম্বরে। এর পর বিভিন্ন স্টেপ পার হয়ে ভিজিটিং টিম ফরম হয়ে ফাইলে বন্দী হয়ে আছে প্রক্রিয়া টি। শিক্ষার্থীরা বলছে ভিজিটিং টিমকে আনার ব্যাপারে কতৃপক্ষের তৎপরতা না থাকায় পায় ১৮ মাস পরেও আই বি পেতে পারছেনা ডিপার্টমেন্ট। তাই তাদের দাবী অতি শীঘ্রই একটি একপার্ট টিম গঠন করতে হবে যে টিম হবে ভার্সিটির ডীন,ভিসি স্যার প্রোভিসি স্যার ও হেড স্যারের সাক্ষর সহ লিখিত দেয়া একটি টিম যে টিম ১০দিন অন্তর অন্তর IEB র ব্যাপারে কাজের অগ্রগতি শিক্ষার্থীদের জানাবে। এটা মুখের কথায় নয়,লিখিত আকারে না দেয়া পর্যন্ত তারা ক্লাসে যাবেনা,এমন দাবীতেই শিক্ষার্থীরা অনড়।
ক্যাম্পাসে ১ম দিনের মত আজ ২য় দিনেও ডিপার্টমেন্টের সামনে শিক্ষার্থীদের অর্ধদিবস কর্মসূচী দেখা গেছে। তারা এ সময় IEB র দাবীতে স্লোগান দিতে থেকে এবং ক্যাম্পাসে মিছিল করে। আন্দোলনের এক ফাকে গতকাল স্যারেরা এবং আজকে সম্মানিত প্রো ভিসি স্যার আন্দোলন কারীদের বুঝিয়ে ক্লাসে নিতে চাইলেও অতীতের মত মুখের কথায় বিশ্বাস না করে লিখিত স্টেটমেন্ট চায়। এর আগে তারা ক্লাসে যাবেনা বলে জানিয়ে ২য় দিনের কর্মসূচী শেষ করে। দাবী মেনে নিলে আগামীকাল ১০টায় ক্লাসে ফিরে যাবে আন্দোলনকারীরা,না হয় চলবে অবস্থান কর্মসূচী এমনটাই জানান আন্দোলন কারীদের একজন।
2 comments:
Thank you