আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

আরবি বই/কিতাব ডাউনলোডের কয়েকটি ওয়েব লিংক

কাগজের বইয়ের সময় কি ফুরিয়ে আসছে ক্রমশ! না, একটি তরতাজা বইয়ের পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে পড়া আর নতুন বইয়ের ঘ্রাণ এর আবেদন কখনোই ফুরাবে না। তবে ই-বুক বা পিডিএফ ফরমেটের বইয়ের চাহিদাও বেড়েছে। বই রাখা নিয়ে ঝামেলা যেমন নেই তেমন মোবাইল ফোন, ট্যাবলেট, ল্যাপটপ বা পিসিতে বসে পড়ে ফেলা যায় সহজেই। একটা মেমোরি কার্ডে রাখা যায় হাজার হাজার বই। যারা ই-বুক, পিডিএফ ফরমেটে বই পড়তে ভালোবাসেন। সেইসব বইয়ের পোকাদের জন্য দিচ্ছি ফ্রি-বইয়ের খোঁজ। ঘুরে আসুন অনলাইন বইয়ের জগৎ থেকে। ডাউনলোড করে নিন প্রিয় বই, প্রয়োজনীয় বই। আর সমৃদ্ধ করুন জ্ঞানের পরিধি।
১. পিডিএফ বুকস ডট নেট : এই সাইটটি আরবি পিডিএফ বইয়ের এক বিরাট সমাহার। প্রায় যে কোনো বই খুঁজলে এখানে পাওয়া যাবে। যারা গবেষণা করেন এবং বিশ্বের বিভিন্ন লাইব্রেরির বই স্টাডি করার প্রয়োজন পড়ে, তারা এই সাইটে গিয়ে কাঙ্ক্ষিত বইটি খুঁজে বের করে ডাউনলোড করে নিতে পারেন। কোনো বই না পাওয়া গেলে এখানে রেজিস্টার করে বইটির নাম লিখে পোস্ট দিলে কেউ না কেউ তা খুঁজে দিতে সাহায্য করবেন।
২. ওয়াকফিয়্যা ডক কম : এই সাইটটিও পিডিএফ বুকস এর ন্যায় সমৃদ্ধ। এখানে সার্চ (বাহস) করার অপশন আছে। কাঙ্ক্ষিত বইয়ের নাম লিখে সার্চ করলে তার বিবরণ ও ডাউনলোড লিংক বের হয়ে আসবে।
লিংক : http://www.waqfeya.com/
৩. আলুকাহ ডট নেট : ওপরের দুটি সাইটের ন্যায় এই সাইটেও বিভিন্ন ক্যাটেগরির অসংখ্য আরবি বই আছে। খুঁজে বের করে ডাউনলোড করতে হবে।
লিংক : http://majles.alukah.net/
৪. আর্কাইভ ডট ওআরজি : এই সাইটটি শুধু আরবি বই নয়, বরং ইংরেজি এবং অন্য অনেক ভাষার বই, টিউটোরিয়াল, মিউজিক ইত্যাদির সমাহার। এই সাইটের সার্চ অপশনে গিয়ে কাঙ্ক্ষিত বইয়ের নাম লিখলে হয়ত আপনার বইটি পেয়েও যেতে পারেন।
লিংক : http://www.archive.org/
৫. এমএমএফ-ফোর ডট কম : এই সাইটটি মূলত কিং সাউদ ইউনিভার্সিটির লাইব্রেরির। এতে ওই ইউনিভার্সিটির সকল বইয়ের সফট কপি পাওয়া যাবে। আমাদের দেয়া এই লিংক থেকে এই ইউনিভার্সিটির সংগ্রহে থাকা অনেক বিরল হানাফী কিতাবের পান্ডুলিপি পাওয়া যাবে, যেগুলো কখনোই ছাপার মুখ দেখেনি।
লিংক : http://www.mmf-4.com/vb/t4233.html সাইটটির হোমপেইজ : http://www.mmf-4.com/vb/
৬. দ্বীন ইসলাম ডট কম : এই সাইটটি থেকে অনেক আরবি উর্দু ইসলামি বই ডাউনলোড করা যাবে। মুফতি তাকী উসমানীসহ অনেক বড় বড় স্কলারদের বই এই সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
৭. ফোর শেয়ারড ডট কম : মূল সাইটটি মূলত ফ্রী ফাইল শেয়ারিং সাইট। আমাদের দেয়া লিংকটি একটি ইসলামী লাইব্রেরির ফোল্ডার। এখানে অনেক আরবী-উর্দু বই পাওয়া যাবে, যেগুলো ফ্রী ডাউনলোড করা যাবে।
৮. আল মেশকাত ডট নেট : এই সাইটটি থেকে মাকতাবা শামেলার সাথে ব্যবহারের উপযোগী অনেক বই পাওয়া যাবে। এগুলো ডাউনলোড করে মাকতাবা শামেলায় যুক্ত করে সফটওয়্যারটির সকল সুবিধা ভোগ করা যাবে।
৯. ইসলামিক বুকস লাইব্রেরি: সবরকম উর্দু কিতাব (দরসী, ফাতাওয়া ও অন্যান্য) ডাউনলোডের জন্য ভিজিট করুন।
=============
ইঊসুফ সুলতান ভাই’র ওয়েবসাইট থেকে

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News