শরীর মন ও আত্মার সমন্বিত বিকাশই শিক্ষার উদ্দেশ্য আইআইইউসি ভিসি
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ভিসি প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলাম বলেছেন, শরীর-মন-আত্মার সমন্বিত বিকাশই শিক্ষার মূল উদ্দেশ্য, আর এই শিক্ষার মাধ্যমেই আদর্শ মানুষ হওয়া যায়। একজন আদর্শ মানুষ পরিবার, সমাজ এবং জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেন, মূল্যবোধের অবক্ষয়ের কারণে সম্পর্কের নৈতিক বন্ধনগুলো নষ্ট হচ্ছে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, আধুনিক শিক্ষার প্রয়োজন রয়েছে, তবে তা দেশজ ঐতিহ্য, কৃষ্টি এবং লোকাচারকে বাদ দিয়ে নয়।
গতকাল সকালে নগরীর ফিমেল একাডেমিক কমপ্লেক্সে আইআইইউসির স্টুডেন্ট!অ্যাফেয়ার্স ডিভিশন (স্ট্যাড)-এর আয়োজিত শরৎকালীন সেমিস্টার-২০১৫-এর নবাগত ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসির ভিসি এ কথা বলেন। আইআইইউসির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো: দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
আইআইইউসির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মুমিনুল হক চৌধুরী এবং ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ নূরুল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ব্যবসায় শিা অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী, শরিয়াহ অনুষদের ডিন প্রফেসর
ড. গিয়াসউদ্দীন হাফিজ, ফিমেল একাডেমিক কমপ্লেক্সের চিফ-ইনচার্জ ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, আইআইইউসির রেজিস্ট্রার স্কোয়াড্রন লিডার (অব:) মুহাম্মদ নূরুল ইসলাম, সেন্টার ফর ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট কোর্সেসের পরিচালক ড. এ কে এম শাহেদ, স্টাফ ডেভেলপমেন্ট অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের উপপরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান এবং ছাত্রীদের পে তাহসিন তাবাস্সুম নেওয়াজ। স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্ট
অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক আ জ ম ওবায়েদুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন স্ট্যাডের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ।
এছাড়া আজ আই আই ইউ সি ক্যাম্পাসে সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ছেলেদের ওরেন্টেশন প্রোগ্রাম। সকাল থেকে নবীন ছাত্রদের পদচারণায় মুখরিত ছিল ভার্সিটি ক্যাম্পাস।
0 comments:
Thank you