আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

কল্যানপুরে নিহত জঙ্গিদের মধ্যে সাব্বির বলে চিহ্নিত জঙ্গী IIUC র না

দুপুর থেকে বিভিন্ন মিডিয়ায় কল্যানপুরে নিহত ৯ জঙ্গীর মধ্যে সাব্বির নামে একজন আই আই ইউ সির ইকোনমিক্স এন্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র বলে প্রচার করা হয়। সে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ফুলগাজীপাড়ার বরুমছড়া গ্রামের আজিজুল হক এর ছেলে।জানা গেছে সাব্বিরের ছবির সাথে পুলিশের প্রকাশিত ছবিরও কোন মিল খুঁজে পাচ্ছিল না তার সহপাঠীরা। আবার সাব্বির কয়েক সেমিস্টার ধরে ভার্সিটি আসছে না। তাই অনেকেরই মধ্যে সাব্বিরকে নিয়ে বিভ্রান্ত তৈরী হয়। সাব্বিরের বাবা পুলিশের প্রকাশিত ছবির নিহত ৮ নাম্বার ছবিটি নিজের ছেলের বলে সন্দেহ করলেও পড়ে সেটি মিথ্যা প্রমাণিত হয়। ক্যাম্পাস থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, সাব্বিরের ব্যাপারে তথ্য নিতে সন্ধ্যায় পুলিশ আসে সীতাকুন্ড আই আই ইউ সি ক্যাম্পাসে।

পুলিশের প্রকাশিত ছবিতে অষ্টম ছবিটি জোবায়ের হোসেনের। আই আই ইউ সির সাব্বিরের নয়।নিহত জোবায়ের নোয়াখালীর সুধারাম থানার পশ্চিম মাইজদীর আবদুল্লাহ মেম্বারের বাড়ির আব্দুল কাইউমের ছেলে।

নোয়াখালীর কাইউম বলেন, তার ছেলে জোবায়ের নোয়াখালী সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গত ২৫ মে থেকে তিনি নিখোঁজ হলে গত ১২ জুলাই থানায় জিডি করেন তিনি। কাইউম জানান, তার ভাস্তে বাহাদুরের সঙ্গে বেরিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ জোবায়ের।

তথ্য সূত্র ঃ বাংলা নিউজ ২৪ ডটকম। 

1 comment:

  1. সাব্বির বাবা পুলিশের প্রকাশিত ছবির নিহত ৮ নাম্বার ছবিটি নিজের ছেলের বলে সন্দেহ করলেও পড়ে সেটি মিথ্যা প্রমাণিত হয়।

    **** Banan ta thik kore din

    ReplyDelete

Thank you

Copyright © Fri3nClay IIUC News