কল্যানপুরে নিহত জঙ্গিদের মধ্যে সাব্বির বলে চিহ্নিত জঙ্গী IIUC র না
দুপুর থেকে বিভিন্ন মিডিয়ায় কল্যানপুরে নিহত ৯ জঙ্গীর মধ্যে সাব্বির নামে একজন আই আই ইউ সির ইকোনমিক্স এন্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র বলে প্রচার করা হয়। সে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ফুলগাজীপাড়ার বরুমছড়া গ্রামের আজিজুল হক এর ছেলে।জানা গেছে সাব্বিরের ছবির সাথে পুলিশের প্রকাশিত ছবিরও কোন মিল খুঁজে পাচ্ছিল না তার সহপাঠীরা। আবার সাব্বির কয়েক সেমিস্টার ধরে ভার্সিটি আসছে না। তাই অনেকেরই মধ্যে সাব্বিরকে নিয়ে বিভ্রান্ত তৈরী হয়। সাব্বিরের বাবা পুলিশের প্রকাশিত ছবির নিহত ৮ নাম্বার ছবিটি নিজের ছেলের বলে সন্দেহ করলেও পড়ে সেটি মিথ্যা প্রমাণিত হয়। ক্যাম্পাস থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, সাব্বিরের ব্যাপারে তথ্য নিতে সন্ধ্যায় পুলিশ আসে সীতাকুন্ড আই আই ইউ সি ক্যাম্পাসে।
পুলিশের প্রকাশিত ছবিতে অষ্টম ছবিটি জোবায়ের হোসেনের। আই আই ইউ সির সাব্বিরের নয়।নিহত জোবায়ের নোয়াখালীর সুধারাম থানার পশ্চিম মাইজদীর আবদুল্লাহ মেম্বারের বাড়ির আব্দুল কাইউমের ছেলে।
নোয়াখালীর কাইউম বলেন, তার ছেলে জোবায়ের নোয়াখালী সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গত ২৫ মে থেকে তিনি নিখোঁজ হলে গত ১২ জুলাই থানায় জিডি করেন তিনি। কাইউম জানান, তার ভাস্তে বাহাদুরের সঙ্গে বেরিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ জোবায়ের।
তথ্য সূত্র ঃ বাংলা নিউজ ২৪ ডটকম।
সাব্বির বাবা পুলিশের প্রকাশিত ছবির নিহত ৮ নাম্বার ছবিটি নিজের ছেলের বলে সন্দেহ করলেও পড়ে সেটি মিথ্যা প্রমাণিত হয়।
ReplyDelete**** Banan ta thik kore din