২ দিন ব্যাপী আই আই ইউ সির ইন্টারন্যাশনাল কনফারেন্স শুরু হচ্ছে ২৮ তারিখ
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের
(আইআইইউসি) আয়োজনে ১০ম ইন্টারন্যাশনাল কনফারেন্স আগামী ২৮ অক্টোবর শুরু হচ্ছে। এতে অংশগ্রহণ করছেন ৭০টি বিশ্ববিদ্যালয় ও ১৮টি দেশের গবেষক।
শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠেয় ‘ইনোভেশন্স ইন
সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’
শীর্ষক দুই দিনব্যাপী এ কনফারেন্সের উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তত্ত্বাবধায়ক
সরকারের সাবেক উপদেষ্টা, এশিয়া প্যাসিফিক
ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.
জামিলুর রেজা চোধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব
করবেন আইআইইউসি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামুসল ইসলাম, ইউনিভার্সিটি সেইন্স মালয়েশিয়ার
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ট এনভাইরনমেন্ট
অনুষদের ডিন প্রফেসর ড. কামারুজ্জামান সিমন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রফেসর ড. এম
কায়কোবাদ, কাশেম নূর ফাউন্ডেশনের
চেয়ারম্যান হাসান মাহমুদ চৌধুরী এবং আই
ট্রিপল ই বাংলাদেশ সেকশনের সভাপতি
প্রফেসর ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখবেন আইআইইউসি’র ভারপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর এবং কমিটি কনভেনার প্রফেসর ড. দেলাওয়ার হোসেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মনিরুল ইসলাম ও কমিটির সদস্য সচিব তানভীর আহসান।
.
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল কনফারেন্সটিতে দেশের প্রায় সবকটি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ১৮টি দেশের প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোর গবেষক- প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। কনফারেন্সে প্রাপ্ত ২৭৯টি প্রবন্ধের মধ্যে ৭৮টি প্রবন্ধ উপস্থাপিত হবে। এ ছাড়া ৬টি মূল প্রবন্ধ এবং ৪টি আমন্ত্রিত প্রবন্ধ উপস্থাপিত হবে। কনফারেন্সটির কো-স্পন্সর আই ট্রিপল ই টেকনিক্যাল সেকশন।
.
0 comments:
Thank you