শালীনতাঃ আই আই ইউ সির ড্রেস কোড
পর্দা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। কুরআন মজীদের কয়েকটি সূরায় পর্দা-সংক্রান্ত বিধান দেওয়া হয়েছে। পর্দার বিষয়ে আল্লাহ তাআলা সকল শ্রেণীর ঈমানদার নারী-পুরুষকে সম্বোধন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন তিনি যেন তাঁর স্ত্রীদেরকে, কন্যাদেরকে এবং মুমিনদের নারীদেরকে চাদর দ্বারা নিজেদেরকে আবৃত রাখার আদেশ দেন।
.
কিছু আয়াতে উম্মুল মুমিনীনদেরকেও সম্বোধন করেছেন, কোনো কোনো আয়াতে সাহাবায়ে কেরামকেও সম্বোধন করা হয়েছে। মোটকথা, কুরআন মজীদ অত্যন্ত গুরুত্বের সাথে মুসলিম নারী ও পুরুষের জন্য পর্দার বিধান দান করেছে। এটি শরীয়তের একটি ফরয বিধান। এ বিধানের প্রতি সমর্পিত থাকা ঈমানের দাবি।
.
সে ঈমানের দাবী পালন করতে গিয়েই আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে মেয়েদের জন্য ড্রেস কোড। নিচের ছবিটি লক্ষ্য করুন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ড্রেস কোড এটি। নির্দিষ্ট কোন ইউনিফর্ম নয়।ক্রস চিহ্ন ব্যতীত প্রথম যে কোন ৩ টি যে যার রুচিমত পরতে পারবে।
.
যেহেতু এটি একটি ইসলামী বিশ্ববিদ্যালয় ।কোন মডেলিং একাডেমী নয়।তাই শালীন পোষাক পরার কথা বলা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কি জোরাজুরি হল? তথাকথিত প্রগতিশীল মানুষ এবং মিডিয়া আই আই ইউ সির ড্রেস কোড নিয়ে সমালোচনা করে। রাস্তাঘাটে ইভটিজিং কারী জানোয়ারদের হাতে ছাত্রী খুন হচ্ছে । কন্যাকে বাচাতে গিয়ে মা খুন হচ্ছে। এসব নিয়ে মাথাব্যাথা নেই তাদের। মাথাব্যাথা শুধু স্কার্ফ আর বোরকা নিয়ে।
0 comments:
Thank you