আই আই ইউ সি'তে সফল ভাবে সম্পন্ন হলো নবীন লেখক সম্মেলন ও সাহিত্য আড্ডা ২০১৬
নিজস্ব প্রতিবেদক- বিজয় চক্রবর্তীঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্রগ্রামের সেন্ট্রাল অডিটোরিয়ামে দেশ বরেণ্য লেখক সাহিত্যকদের নিয়ে নবীন লেখক সম্মেলন ও সাহিত্য আড্ডার আয়োজন করে আই আই ইউ সি কালচারাল ক্লাব।
সকাল ৯:০০ টায়
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।উক্ত অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.দেলোয়ার হোসেন স্যার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কবি আল মুজাহিদী, সাহিত্য সম্পাদক যায়যায়দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলো কবি আসাদ বিন হাফিজ, সভাপতি, সাহিত্য সংস্কৃতি কেন্দ্র।
আরো উপস্থিত ছিলো কবি মোশাররফ হোসেন খান, সম্পাদক,নতুন কিশোর কন্ঠ।
উপস্থিত ছিলো বিভিন্ন ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষক মন্ডলী।
কবি সাহিত্যিকদের এই মিলন মেলায় বক্তব্য দিতে এসে প্রত্যেক অতিথিই বলেছেন কবি সাহিত্যকদের কষ্টময় জীবনের কথা । কামনা করছেন কবিদের জন্য সরকারের আরো বেশী পৃষ্ঠপোষকতা ।
প্রধান অতিথির বক্তব্যে কবি আল মুজাহিদী বলেন,
আমি লিখছি আর ভাবছি। আমি ভাবছি আর বলছি। ঘটছেটা কি? পৃথিবীজুড়ে মুসলিম রাষ্ট্রগুলোতে এতো নির্যাতন কেন? তাদের অপরাধ? তারা মুসলিম বলে? আবার প্রশ্ন নিজেকে! কিছু করি। তাই হাতে কলম, লিখছি পরিত্রাণ চাই মুসলিমদের উপর নির্যাতন বন্ধ করুন, করতে হবে। লিখছি আর “জেগে উঠছি বারবার”।
হে নবীন, জেগে উঠার সময় এসেছে, নাও হাতে কলম, লিখো মানবতার গান।।
নতুন লেখকদের অনুপ্রেরণা আর উৎসাহ দেয়ার মাধ্যমে অনুষ্ঠানের প্রথম সেশন শেষ হয়।
দুপুরের খাবার এবং জুমায়ার নামাজের পরে সাহিত্য আড্ডায় মেতে উঠে নতুন লেখকরা, আড্ডা দিতে থাকে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের সাথে।।
প্রশ্ন আর উত্তরপর্বের মধ্য দিয়ে দ্বিতীয় সেশন শেষ হয়ে সর্বশেষ সেশনে শুরুহয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যমনি ছিলো একাধারে লেখক,সাহিত্যিক, সাংবাদিক ও কন্ঠশিল্পী আমিরুল মোমিনিন মানিক।
নিজের এ্যালবামের বেশকটি গান পরিবেশনা করে মাতিয়েছে অডিটোরিয়াম। ছয় ভাষার মিশ্রণে সম্মিলিত গান আর ব্যাতিক্রমধর্মী বিভিন্ন গান গেয়ে জম্পেস একটি মুহুর্ত পার করেছে এই জীবনমুখী গানের কন্ঠশিল্পী।
সর্বশেষ "মা যে দশ মাস দশ দিন" (মায়ের) গানের মধ্য দিয়ে সবার মনে মায়ের প্রতি আরেকটুখানি ভালোবাসা বৃদ্ধি করে অনুষ্ঠান শেষ করে।
অনুষ্ঠান শেষে নবীন লেখক প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। নবীন লেখক সম্মেলন ও সাহিত্য আড্ডা ২০১৬ এর অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপর প্রায় ১১০ জন নবীন লেখক তাদের লেখা জমা দেয়,সেখান থেকে ১০ জন লেখককে বিজয়ী ঘোষণা করে ক্রেস্ট এবং সার্টিফেকেট প্রদান করা হয়। বিজয়ীরা হলেন, হাফেজ মুহিববুল্লাহ, আব্দুর রহমান সাইফ, আব্দুল মজিদ, আব্দুল রহিম, মোঃসোহরাব হোসেন,এইচ এম মাহবুবুর রহমান, সৌরভ কুমার শীল, মোঃ সরওয়ার , সাইয়্যেদ আযম মওদুদী, জাহিদ হাসান হৃদয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কবি আল মুজাহিদী, সাহিত্য সম্পাদক যায়যায়দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলো কবি আসাদ বিন হাফিজ, সভাপতি, সাহিত্য সংস্কৃতি কেন্দ্র।
আরো উপস্থিত ছিলো কবি মোশাররফ হোসেন খান, সম্পাদক,নতুন কিশোর কন্ঠ।
উপস্থিত ছিলো বিভিন্ন ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষক মন্ডলী।
কবি সাহিত্যিকদের এই মিলন মেলায় বক্তব্য দিতে এসে প্রত্যেক অতিথিই বলেছেন কবি সাহিত্যকদের কষ্টময় জীবনের কথা । কামনা করছেন কবিদের জন্য সরকারের আরো বেশী পৃষ্ঠপোষকতা ।
প্রধান অতিথির বক্তব্যে কবি আল মুজাহিদী বলেন,
আমি লিখছি আর ভাবছি। আমি ভাবছি আর বলছি। ঘটছেটা কি? পৃথিবীজুড়ে মুসলিম রাষ্ট্রগুলোতে এতো নির্যাতন কেন? তাদের অপরাধ? তারা মুসলিম বলে? আবার প্রশ্ন নিজেকে! কিছু করি। তাই হাতে কলম, লিখছি পরিত্রাণ চাই মুসলিমদের উপর নির্যাতন বন্ধ করুন, করতে হবে। লিখছি আর “জেগে উঠছি বারবার”।
হে নবীন, জেগে উঠার সময় এসেছে, নাও হাতে কলম, লিখো মানবতার গান।।
নতুন লেখকদের অনুপ্রেরণা আর উৎসাহ দেয়ার মাধ্যমে অনুষ্ঠানের প্রথম সেশন শেষ হয়।
দুপুরের খাবার এবং জুমায়ার নামাজের পরে সাহিত্য আড্ডায় মেতে উঠে নতুন লেখকরা, আড্ডা দিতে থাকে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের সাথে।।
প্রশ্ন আর উত্তরপর্বের মধ্য দিয়ে দ্বিতীয় সেশন শেষ হয়ে সর্বশেষ সেশনে শুরুহয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যমনি ছিলো একাধারে লেখক,সাহিত্যিক, সাংবাদিক ও কন্ঠশিল্পী আমিরুল মোমিনিন মানিক।
নিজের এ্যালবামের বেশকটি গান পরিবেশনা করে মাতিয়েছে অডিটোরিয়াম। ছয় ভাষার মিশ্রণে সম্মিলিত গান আর ব্যাতিক্রমধর্মী বিভিন্ন গান গেয়ে জম্পেস একটি মুহুর্ত পার করেছে এই জীবনমুখী গানের কন্ঠশিল্পী।
সর্বশেষ "মা যে দশ মাস দশ দিন" (মায়ের) গানের মধ্য দিয়ে সবার মনে মায়ের প্রতি আরেকটুখানি ভালোবাসা বৃদ্ধি করে অনুষ্ঠান শেষ করে।
অনুষ্ঠান শেষে নবীন লেখক প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। নবীন লেখক সম্মেলন ও সাহিত্য আড্ডা ২০১৬ এর অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপর প্রায় ১১০ জন নবীন লেখক তাদের লেখা জমা দেয়,সেখান থেকে ১০ জন লেখককে বিজয়ী ঘোষণা করে ক্রেস্ট এবং সার্টিফেকেট প্রদান করা হয়। বিজয়ীরা হলেন, হাফেজ মুহিববুল্লাহ, আব্দুর রহমান সাইফ, আব্দুল মজিদ, আব্দুল রহিম, মোঃসোহরাব হোসেন,এইচ এম মাহবুবুর রহমান, সৌরভ কুমার শীল, মোঃ সরওয়ার , সাইয়্যেদ আযম মওদুদী, জাহিদ হাসান হৃদয়।
0 comments:
Thank you