আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

সার্ক মানবাধিকার সম্মেলন সম্পন্ন

"Our Rights Our Freedoms Always" এই স্লোগানে মানবাধিকার তথা মানুষের অধিকার রক্ষার নিমিত্তে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে গত ২১জানুয়ারি, ২০১৬ তারিখে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন-২০১৬।
চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট হলে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম, এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব র. আ. ওবায়দুল মুক্তাদির এমপি।
পবিত্র কোরআন তেলাওয়াতের পর বাংলাদেশ ও শ্রীলঙ্কার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। উল্ল্যেখ বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের সম্মানজনক দায়িত্ব পান একদল আই আই ইউ সি'য়ান। তাছাড়া প্রায় সহস্রাধিক অংশগ্রহণকারীদের মধ্যে সিংহভাগই ছিল আইআইইউসিয়ানরা, যাদের প্রশংসা ধ্বনি উচ্চারিত হয়েছিল আয়োজকদের কণ্ঠেও। বিভিন্ন দেশি বিদেশি বক্তার মধ্যে এ অনুষ্ঠানে আইআইইউসি'র মান্যবর ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন আইন বিভাগের সম্মানিত প্রধান এবং সহকারী অধ্যাপক মোঃ সাইদুল ইসলাম স্যার। আরও উপস্থিত ছিলেন বিবিএ প্রোগ্রামের কুমিরা ক্যাম্পাসের কো-অর্ডিনেটর ও সহযোগী অধ্যাপক মোঃ জোনায়েদ কবির স্যার এবং সায়েন্স অব হাদীস এ্যান্ড ইসলামিক ষ্টাডিজ বিভাগের সম্মানিত প্রধান আবুল কালাম স্যার। তাছাড়া আরও ছিলেন আইন বিভাগের কয়েক জন শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী।
জঙ্গিবাদ, হানাহানি, ধর্মীয় উগ্রতা সহ সমাজ বিধ্বংসী যাবতীয় কার্যক্রম প্রতিহত এবং মানুষের যাবতীয় নাগরিক অধিকার সহ সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিত করনের উপর বক্তারা জোর দেন এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সকল দল মত নির্বিশেষে এ সকল কাজ বাস্তবায়নে সফল হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

1 comment:

Thank you

Copyright © Fri3nClay IIUC News