আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

সৌদি আরবের ধর্ম মন্ত্রনালয়ের উপদেষ্টার আইআইইউসি পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি,আই আই ইউ সি নিউজঃ অপার সৌন্দর্য আর নান্দনিক স্থাপনা নিয়ে চির উন্নত মম শিরে দাঁড়িয়ে থাকা দেশের অন্যতম বিদ্যাপীঠ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম পরিদর্শনে আসলেন সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও দেশটির ধর্ম মন্ত্রনালয়ের উপদেষ্টা প্রফেসর ড. ইব্রাহিম বিন আব্দুল আজিজ আল জায়িদ। বিজিবি নিরাপত্তায়  রাজকীয় এ সফরে আরো ছিলেন আই আই ইউ সির সম্মানিত ভাইস চ্যান্সেলর বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী প্রফেসর ড. আজহারুল ইসলাম, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. দেলোয়ার হোসেন, প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা, আই আই ইউ সি ট্রাস্টি বোর্ডের সদস্য সহ অন্যান্যরা।
.
আজ শুক্রবার আই আই ইউ সির সেন্ট্রাল মসজিদে জুমার নামাজে খুতবা প্রদানের পূর্বে তিনি এ সফরে তাঁর অনুভূতি ব্যক্ত করেন। বাংলাদেশ সম্পর্কে তিনি আশার বাণী উচ্চারন করে বলেন মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশ ভ্রমণে তিনি আনন্দিত। আই আই ইউ সির পরিবেশ নিয়ে তিনি বলেন মুসলিম উম্মাহের জন্য আই আই ইউ সি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্টান। এখান থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা মানবতার সেবায় নিয়োজিত হবে।
.
জুমার নামাজ শেষে ড. যায়িদ ছাত্রদের সাথে মত বিনিময় করেন এবং ফটোসেশনে অংশ নেন। ড. যায়িদের আগমন উপলক্ষ্যে গত এক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি শুরু হয়েছিল। তাদের জন্য সেন্ট্রাল ক্যাফেটেরিয়ায় আয়োজন করা হয় রাজকীয় খাবার। রান্না করা হয় আস্ত খাসি নানা রকম মাছ। আজ মেহমানদের বক্তৃতার জন্য জুমার নামাজ ৩০ মিনিট এগিয়ে আনা হয়। খুতবায় আজ মসজিদের ভিতর কানায় কানায় পরিপূর্ণ ছিল।
.
উল্লেখ্য বিভিন্ন সময়ে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগন আই আই ইউ সি ভ্রমণে আসেন। মধ্যপ্রাচ্যের সাথে সু সম্পর্ক বৃদ্ধি ও আই আই ইউ সির শিক্ষার্থীদের কল্যানে ড. যায়িদের এ পরিদর্শন গুরুত্তপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। 

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News