আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

অভিজ্ঞতা ছাড়াই বাংলাদেশ বিমানে ১০০ চাকরি

জনবল নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে
নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা। বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশ বিমানে ‘গ্রাউন্ড সার্ভিস
অ্যাসিস্ট্যান্ট’ পদে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে।
প্রাথমিকভাবে প্রার্থীদের ৮৯ দিনের জন্য নিয়োগ
দেওয়া হবে। তবে পরে এই মেয়াদ আরো ৮৯ দিন
বাড়াতে পারে বিমান।

শিক্ষাগত যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন
করতে পারবেন। তবে প্রার্থীদের শিক্ষাজীবনে
একটি প্রথম শ্রেণি বা সিজিপিএ ৩.০০ (৪.০০-এর
মধ্যে) বা জিপিএ ৩.৫০ (৫.০০-এর মধ্যে) থাকতে
হবে। ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ‘ও’ লেভেলে গড়ে
‘সি’ এবং ‘এ’ লেভেলে গড়ে ‘ডি’ থাকতে হবে।
তবে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি বা সিজিপিএ
২.০০ (৪.০০-এর মধ্যে) বা জিপিএ ২.৫০ (৫.০০-এর মধ্যে) থাকলে আবেদন করা যাবে না। এ ছাড়া
ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ‘ও’ লেভেলে গড়ে ‘ডি’
এবং ‘এ’ লেভেলে গড়ে ‘ই’-এর কম থাকলেও আবেদন না করার জন্য আহ্বান জানানো হয়েছে।
অন্যান্য যোগ্যতা চাকরিটি করতে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই ইংরেজিতে সাবলীলভাবে কথোপকথনে অভ্যস্ত হতে হবে। এ ছাড়া কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডে কাজে অভিজ্ঞ হতে হবে। আবেদনের জন্য বয়সসীমা ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন
নিয়োগপ্রাপ্তরা প্রতিদিন ৪২৫ টাকা হারে মজুরি
পাবেন। এ ছাড়া আলাদাভাবে প্রতিদিন ১০০ টাকা
খাওয়ার খরচ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ বিমানের ওয়েবসাইট ঠিকানা থেকে আবেদন ফরম সংগ্রহ করে বিজ্ঞাপনে উল্লেখিত কাগজপত্র ও ২৫০ টাকা
পোস্টাল অর্ডারসহ জমা দিতে পারবেন

‘ম্যানেজার এমপ্লয়মেন্ট, হিউম্যান রিসোর্স
ডিপার্টমেন্ট, বাংলাদেশ বিমান লিমিটেড, হেড
অফিস, বলাকা, কুর্মিটোলা, ঢাকা-১২২৯’
ঠিকানায়।

এ ছাড়া ই-মেইল করা যাবে
mgremp@bdbiman.com ঠিকানায়। আবেদন করা যাবে ১১ আগস্ট, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে দৈনিক দ্য ডেইলি স্টার
পত্রিকায় ২৭ জুলাই, ২০১৬ তারিখে প্রকাশিত
বিজ্ঞাপনটি দেখুন :

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News