আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

ছাত্রছাত্রীদের জন্য নির্দেশনাঃ জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও র‍্যালী

প্রধান প্রতিবেদক,আই আই ইউ সি নিউজঃ আগামীকাল সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও র‍্যালী।
.
প্রায় ৬ হাজার ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকামন্ডলীর অংশগ্রহণে এ বিশাল মানব বন্ধন অনুষ্ঠিত হবে সীতাকুন্ডে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে থেকে র‍্যালী শুরু হয়ে তা আই আই ইউ সির প্রধান গেইট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধনে অংশ নেবে। 
.
সকাল ১১টা থেকে দুপুর ১২টা ব্যাপী এ মানব বন্ধনকে সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি ও আয়োজন সম্পন্ন করেছেন আই আই ইউ সি অথরিটি । শিক্ষক দের পাশাপাশি শৃঙ্খলা রক্ষায় কাজ করবে ৫৪ জন সিকিরিউটি গার্ড,  আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনী ও ছাত্রছাত্রীদের  সমন্বয়ে গঠিত ১০০ রও বেশী সদস্য বিশিষ্ট ভলেন্টিয়ার টিম।
.
চট্টগ্রাম শহর থেকে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তাদের যাতায়াতের জন্য আই আই ইউ সির ট্রান্সপোর্ট বিভাগ ইতিমধ্যে ১০৭টি বাস থাকার কথা জানিয়েছেন আই আই ইউ সি নিউজকে। প্রায় ১৫০০ ছাত্রের জন্য চকবাজার চট্টেশ্বরী রোড, ৯০০ ছাত্রের জন্য বহদ্দারহাট ও ৮০০ ছাত্রের জন্য আগ্রাবাদ মোড়ে আই আই ইউ সির নিজস্ব বাসের পাশাপাশি থাকবে ভাড়া করা বাসও। এছাড়া বহদ্দারহাট ও আগ্রাবাদের পাশাপাশি নিউমার্কেট থেকে চট্টশ্বরী হয়ে ফিমেলদের জন্যও থাকবে পৃথক বাস। এছাড়া বরাবরের মতই শিক্ষক শিক্ষিকা মন্ডলীর জন্য থাকবে পৃথক বাস।
.
শিক্ষার্থীদের কে সার্বিকভবে সহযোগীতা করার জন্য প্রতিটি লোকেশনে থাকবে ভলেন্টিয়ার টিম যাদের তদারকি করবেন সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী। শিক্ষার্থীদের কে তাদের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। সকাল ৯টার পর থেকে বাস ছেড়ে যাবে এবং সর্বশেষ বাস সকাল ৯.৩০টায় ছাড়বে। তাই ছাত্রছাত্রীদের কে এ সময়েরর মধ্যেই বাসে আরোহন করতে বলা হয়েছে।
.
উল্লেখ্য নিরাপত্তার স্বার্থে সকল শিক্ষার্থীকে আই ডি কার্ড কিংবা আইডি কার্ড না থাকলে মিড টার্মের প্রবেশ পত্র কিংবা লাইব্রেরী কার্ড সাথে রাখতে বলা হয়েছে। কোন অবস্থাতেই এ সব ছাড়া ছাত্রছাত্রীকে বাসে উঠতে দেয়া হবেনা। এছাড়া নিরাপত্তার কারণে এবার প্রথম শিক্ষার্থী দের মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে। এজন্য ৬টি উচ্চ ক্ষমতাসম্পন্ন মেটাল ডিটেক্টর ইতিমধ্যে প্রস্তুত করেছে কতৃপক্ষ। এছাড়া সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারীতে আনা হয়েছে। 
.
সকাল ১১টায় শুরু হতে যাওয়া র‍্যালীতে একদম সামনের সারিতে থাকবেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি,প্রোভিসি,ট্রাস্টি বোর্ডের মেম্বার সহ অন্যান্য অতিথিবৃন্দ। এর পরে থাকবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকা মন্ডলী। তাদের পেছনে থাকবেন CENURC এর শিক্ষকবৃন্দ। এর পেছনে ক্রমানুসারে থাকবেন QSIS----DIS----CSE---EEE---ETE---Pharmacy---DBA---EB---ELL---Law এর শিক্ষক ও ছাত্ররা।
.
মানব বন্ধন শেষে ছাত্রছাত্রীদের জন্য দুপুরের খাবার ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।  দুপুরের নামাজ শেষে ছাত্রছাত্রীরা যে, যে বাসে আসছে,সে বাসে যাওয়ার জন্য বলা হয়েছে। এক্ষেত্রেও স্বেচ্ছাসেবকদের দিকনির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাস কে কেউ কখনো সমর্থন করেনা। আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ও এর ব্যতিক্রম নয়। তাই দেশের স্বার্থে আয়োজক কমিটি আগামীকালের এ আয়োজন কে সফল করতে সকলের সহযোগীতা কামনা করেছেন।

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News