আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

জীবন থেকে নেয়া …….সুশান্ত পাল

•   যে দিনটাকে আপনি চাইছেন, কেউই মনে না রাখুক, সেই দিনটাই আপনার জীবনের সেরা দিন হতে পারে! বার্থডেতে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে রাখার গল্প।
•   শুধু একটা সেকেন্ড, একটা সুখবর আপনার জীবনের মোড় বদলে দিতে পারে। অদ্ভুত একটা মুহূর্ত আগের সব কষ্টকে ভুলিয়ে দিতে পারে। আল্লাহ কখনোই কাউকে চিরদিন অসম্মানিত করে রাখেন না। স্বপ্নের দিনটার জন্যে বিনয়ের সাথে অপেক্ষা করতে হবে এবং মন থেকে বিশ্বাস করতে হবে, দিনটা আসবেই।
•   শুধু একটা ভুল আপনাকে প্রচণ্ড ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে নিতে পারে। ওইধরনের একটা ভুল করতে পারাও সৌভাগ্যের ব্যাপার। প্রথম জীবনে ভুল করা সবচেয়ে ভালো।
•   Intellectual Humility থাকাটা খুব জরুরি। Why Google doesn’t care about hiring top college graduates? যারা ভুল করতে অভ্যস্ত না, তারা বেশিদূর যেতে পারে না।
•   মেনে নিন, ভুলটা আপনারই। নিজেকে ছাড়া আর সবাইকেই ক্ষমা করে দিন।
•   নিখুঁত হওয়ার চেষ্টা বাদ দিন। এতোদিন যা করে এসেছেন, সেটাই যদি করে যান, তবে এতোদিন যেমন ছিলেন, তেমনই থাকবেন। পৃথিবীতে পারফেক্ট বলে কিছু নেই।
•   আপনি অক্সফোর্ড এমআইটি স্ট্যানফোর্ড কিংবা হার্ভার্ড গ্রাজুয়েট কিনা, এটা কেউ আসলেই কেয়ার করে না। দিনের শেষে শুধু আপনার ইম্প্রেসিভ আচরণ, ব্যবহার, কথাবার্তাই অন্যদের মাথায় থেকে যায়। আর কিছুই না।
•   বেশিরভাগ মানুষ সাফল্য পছন্দ করে কিন্তু সফল ব্যক্তিকে মনেমনে চরম অপছন্দ করে। সবাই আপনাকে পছন্দ করবে না। পৃথিবীতে চলতে গেলে সবাইকে লাগেও না। You need some enemies in your life. If you don’t have any, create some. অভিজ্ঞতা বলে, Birds of the same feather feel jealous of each other. যারা আপনার পেছনে লাগে, তারা এটা মেনেই নিয়েছেন, আপনি এগিয়ে আছেন।
•   একটা কাজ দ্রুত করার চাইতে ভালোভাবে করাটা বেশি জরুরি। লোকে মনে রাখে কাজটা কতোটা ভালোভাবে হয়েছে, শুধু সেটা। সহজ কাজকে কঠিন করবেন না আর কঠিন কাজকে সহজ ভাববেন না।
•   “Great minds discuss ideas; average minds discuss events; small minds discuss people.” কারোর চেহারা খারাপ, এটা বললেই কিন্তু আমার নিজের চেহারা আরো সুন্দর হয়ে যায় না।
•   বড় হওয়া যায় ২ভাবে। এক। নিজে বড় হয়ে। দুই। অন্যকে ছোটো করে। সেকেন্ড ওয়েটা সহজ, কিন্তু রিস্কি। কেনো?
•   ফেসবুকে অপদার্থের বন্ধু হওয়ার চাইতে জ্ঞানীর ফলোয়ার হওয়া ভালো। বোকা বোকা ভাব নিয়ে শিখতে থাকুন। বিনয় ছাড়া শেখা যায় না। গাধার সাথে যুদ্ধ করে একশ’বার জেতার চাইতে সিংহের সাথে যুদ্ধ করে একবার হারা অনেক ভালো।
•   কথা শোনানোর চাইতে কথা না শোনানোর শক্তি অনেক বেশি। কাউকে কথা শুনিয়ে দেয়ার ইচ্ছে থাকলে মুখে নয়, আপনার কাজ দিয়ে শুনিয়ে দিন। একদিন আপনারও দিন আসবে। এর আগপর্যন্ত লোকজনকে বলতে দিন।
•   ৩টা কাজ করুন। এক। কী করতে চান, সেটা লিখে ফেলুন। দুই। কীভাবে সেটা করবেন, সেটা লিখুন। তিন। যেখানে লিখলেন, সেটা চোখের সামনে রাখুন। ………. এই কাজটা করা কবে থেকে শুরু করবেন? আজকে বাসায় গিয়েই!!
•   আপনার আবেগগুলোকে ভালোবাসুন। আপনার হাতটা অনেকের হাতের চাইতে কম সুন্দর হতে পারে। কিন্তু ওটাকে বাদ দিলে আপনি যেমনি অসম্পূর্ণ, তেমনি আপনার আবেগগুলোকে বাদ দিলেও আপনি অসম্পূর্ণ। মানুষ তার আবেগগুলো নিয়ে বাঁচে।
•   Focus on the rabbit you want to get. If needed, change the tactics, but don’t change the rabbit. আপনি যেটা চাচ্ছেন, সেটা যদি কঠিন মনে হয়, তবে আপনি যে পথে এগোচ্ছেন, সেটার ধরণ বদলান, লক্ষ্য নয়। আপনার চেষ্টার ধরণের যা যা ঠিক বলে ভাবছেন, তার অর্ধেক ঠিক।
•   Why me? এই প্রশ্নটা করে কোনো লাভই নেই। এক পাদ্রীর গল্প। কারোলির গল্প। আপনার নিজের গল্প। আপনি কী কখনোই এমন সম্মান পাননি, যেটার যোগ্য আপনি নন? What goes around, comes around. দুনিয়াটা একটা ব্যালেন্সে চলে।
•   জিততে হলে কী অপরিহার্য? মেধা? দক্ষতা? জ্ঞান? না, কোনোটাই না। ২টা জিনিস লাগে। আবেগ আর দৃষ্টিভঙ্গি। সবচাইতে বাজে ফুটবলারটির গল্প। আমার স্টুডেন্টদের গল্প। ছোটো শিশুদের গল্প। অনেকসময়ই ২ রাত না ঘুমিয়ে থাকার গল্প।
•   আজকের পর থেকে যখনই ফুটবল কিংবা ক্রিকেট খেলা দেখবেন, তখন মনে মনে ভেবে নেবেন, আপনি ওই প্লেয়ারের জায়গায় থাকলে কী করতেন। এটা প্র্যাকটিস করুন।
•   ভয়ের জিনিস ততোটাই ভয়ের যতোটা আমরা ভয় পাই। ছোটোবেলায় তেলাপোকাকে ভয় পাওয়ার গল্প। বাম্বেল বি’র গল্প। পাহাড়ের উপর থেকে নিচের দিকে তাকালে কী ঘটে?
•   When you’re to look through the window, just look through, don’t look at.
•   যারা আপনাকে ভালো বলেন এবং আপনার সামর্থ্যে আস্থা রাখেন, তাদের সাথে বেশি মিশুন। কেউ ভালো বললে, নিজের মধ্যে যে দায়িত্ববোধ জন্মে, সেটাকে কাজে লাগান। সমর স্যারের গল্প। স্ত্রীরা যে যে কাজকে ভালো বলে, সেগুলো বেশি বেশি করতে প্রত্যেক স্বামীই চেষ্টা করে। এটাকে নিজের জীবনে কাজে লাগান। বিনীত মনে প্রশংসা শুনুন, উদার মনে প্রশংসা করুন।

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News