আই আই ইউ সি ছাত্র নিয়াজের মৃত্যু বার্ষিকী আজ, বছর গেলেও বাস্তবায়ন হয় নি ফুটওভারবীজ
ঠিক এক বছর আগে, আজকের এ দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের জোড়ামতল বাজার এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় অকালে প্রাণ হারান আন্তর্জাতিক ইসলামীবিশ্ববিদ্যালয়ের ইইই ডিপার্টমেন্টের ছাত্র নিয়াজ মোর্শেদ। সেদিন সন্ধ্যা সাত টার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত নিয়াজ চট্টগ্রামের সাতকানিয়া থানার আব্দুল রাজ্জাকের পুত্র।
.
সেদিন সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের অদূরে সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল বাজার এলাকায় একটি ট্রাক চাপা
দিলে ঘটনা স্থলে নিয়াজের মৃত্যু হয়। এ সময় দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ছাত্রজনতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হস্তক্ষেপে ছাত্ররা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
.
নিয়াজ ওসমান হলে থাকত। সে ইইই ডিপার্টমেন্টের ৫ম সেমিস্টারের ছাত্র ছিল। নিয়াজের মৃত্যুতে কুমিরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। ছাত্ররা ঘাতক ট্রাকটির চালকের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করে। সে সাথে দাবী ছিল প্রধান গেইটের সামনে হাইওয়ের উপর একটি ওভার ব্রীজ দেয়ার। কিন্তু কতৃপক্ষ বরাবরের মতই আশ্বাসের মূলা ঝুলিয়ে রেখেছে ছাত্রদের সামনে। হয়ত দেখা যাবে নিয়াজের মত আবারো কারো রক্তে ঢাকা চট্টগ্রাম রাজপথ লাল হলে টনক নড়বে কতৃপক্ষের।
0 comments:
Thank you