আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

আই আই ইউ সি ছাত্র নিয়াজের মৃত্যু বার্ষিকী আজ, বছর গেলেও বাস্তবায়ন হয় নি ফুটওভারবীজ

ঠিক এক বছর আগে, আজকের এ দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের জোড়ামতল বাজার এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় অকালে প্রাণ হারান আন্তর্জাতিক ইসলামীবিশ্ববিদ্যালয়ের  ইইই ডিপার্টমেন্টের ছাত্র নিয়াজ মোর্শেদ। সেদিন সন্ধ্যা সাত টার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত নিয়াজ চট্টগ্রামের সাতকানিয়া থানার আব্দুল রাজ্জাকের পুত্র।
.
সেদিন সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের অদূরে সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল বাজার এলাকায়  একটি ট্রাক চাপা
দিলে ঘটনা স্থলে নিয়াজের  মৃত্যু হয়। এ সময় দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ছাত্রজনতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হস্তক্ষেপে ছাত্ররা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
.
নিয়াজ ওসমান হলে থাকত। সে ইইই ডিপার্টমেন্টের ৫ম সেমিস্টারের ছাত্র ছিল। নিয়াজের মৃত্যুতে কুমিরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। ছাত্ররা ঘাতক ট্রাকটির চালকের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করে। সে সাথে দাবী ছিল প্রধান গেইটের সামনে হাইওয়ের উপর একটি ওভার ব্রীজ দেয়ার। কিন্তু কতৃপক্ষ বরাবরের মতই আশ্বাসের মূলা ঝুলিয়ে রেখেছে ছাত্রদের সামনে। হয়ত দেখা যাবে নিয়াজের মত আবারো কারো রক্তে ঢাকা চট্টগ্রাম রাজপথ লাল হলে টনক নড়বে কতৃপক্ষের।

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News