জঙ্গিবাদ দমনে ইসলামি বিশ্ববিদ্যালয়ে প্রোভিসির নেতৃত্বে কমিটি
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলাম বলেন, অশুভ জঙ্গি তৎপরতার ব্যাপরে সার্বক্ষণিক সতর্ক থাকতে হবে। এই জঙ্গি তৎপরতা দেশ ও জাতির জন্য অশনি সংকেত। ইসলামে যে অমানবিকতার অনুমোদন নেই তার ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে হবে। তিনি গতকাল বিশ্ববিদ্যালয়ের
সম্মেলন কক্ষে সাম্প্রতিক জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা সম্পর্কে আইআইইউসির এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত মত ব্যক্ত করেন। আইআইইউসির এ আয়োজনে বক্তব্য রাখেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজ-এর ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, প্রো-ভাইস চ্যান্সেলর (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মো. দেলাওয়ার হোসাইন, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. আবু বকর রফীক, শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. গিয়াসউদ্দীন হাফিজ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাফিউদ্দিন মাদানী, আইআইইউসির রেজিস্ট্রার স্কোয়াড্রন লিডার (অব.) মুহাম্মদ নূরুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সিরাজুল ইসলাম, স্টুডেন্ট এফেয়ার্স ডিভিশনের পরিচালক আ জ ম ওবায়েদুল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ জাহেদুর রহমান এবং একাডেমিক এফেয়ার্স ডিভিশনের পরিচালক মুর্তাজা আহমেদ। উল্লেখ্য, সরকার-ঘোষিত সাম্প্রতিক জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের প্রেক্ষিতে এ সভায় আইআইইউসির প্রো-ভাইস চ্যান্সেলরকে আহ্বায়ক করে ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, রেজিস্ট্রার, ডিভিশনের পরিচালক, হল ওয়ার্ডেন, ছাত্র-ছাত্রী প্রতিনিধিদের নিয়ে ‘নিরাপত্তা ও তদারকি কমিটি’ নামে ৩২ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিত্বমূলক কমিটি গঠন করা হয়।
সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. একেএম আজহারুল ইসলাম বলেন, নিজের ও দেশের স্বার্থে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেশন জ্যামবিহীন, সন্ত্রাসমুক্ত বিশ্ববিদ্যালয় হিসাবে আইআইইউসির যে সুনাম রয়েছে তা অক্ষুন্ন রাখতে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে কেউ যাতে ষড়যন্ত্রের জাল এবং ধ্বংসের ফাঁদে ফেলতে না পারে সে জন্যে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি গঠিত কমিটির সদস্যদের উদ্দেশ্য করে বলেন, প্রত্যেকপক চোখ-কান খোলা রেখে স্ব স্ব অবস্থান থেকে নিজের, বিশ্ববিদ্যালয়ের এবং দেশের স্বার্থে দায়িত্ব পালন করতে হবে।- বিজ্ঞপ্তি
0 comments:
Thank you