"আইআইইউসি'তে লুঙ্গী পরিধানের মাধ্যমে বন্ধু দিবস উদযাপন"
"আইআইইউসি'তে লুঙ্গী পরিধানের মাধ্যমে বন্ধু দিবস উদযাপন"
,
আগষ্টের প্রথম রোববার "বন্ধু দিবস" এই দিবস আয়োজন করতে আইআইইউসি ক্যাম্পাসের হল এ অবস্থানরত ছাত্ররা হাতে নিয়েছে এক ব্যতিক্রমী উদ্দ্যোগ ৷ ছাত্তরা তার নাম দিয়েছেন "চা পার্টি উইথ লুঙ্গী"
,
আবাহমান গ্রাম বাংলার পুরুষদের নিত্য ব্যবহার্য পোশাক লুঙ্গীর সাথে অন্য কোন পোশাকেরই তুলনা চলে না ৷ বাঙ্গালী পুরুষদের এই পছন্দের পোশাক পড়ে দুপুরের খাবারের পরে ছাত্ররা মিলিত হয় সাউথ ক্যাম্পাসের ক্যান্টিন পাহাড়ীকার সামনে ৷
,
এদিকে সাহিত্যমনা ছাত্ররা আয়োজন করে বিভিন্ন ধরনের গান, কৌতুক, মুখাভীনয় সহ রম্য বক্তৃতার ৷ নানান ধরনের বিনোদন প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠান সামনে এগিয়ে যায় ৷ সেই সাথে সবাই মিলে চা পানে মগ্ন হয় ৷
,
বন্ধুত্ব অমর ৷ বন্ধুত্ব চিরযৌবনা ৷ পৃথিবীর অন্যতম শক্তিশালী বন্ধনের নাম বন্ধুত্ব ৷ আর আবাসিক হল এ অবস্থানকারী ছাত্রদের বন্ধুদের সংখ্যা থাকে অগনিত ৷ তাই সর্বক্ষন হাঁসি খুশিতে মেতে থাকে ছাত্ররা ৷
,
এদিকে ছাত্ররা বলেন, " লুঙ্গী একটি আরামদায়ক পোশাক ৷ লুঙ্গীর পরিধান করায় হীনমন্যতার কিছু নাই বরং আভিজাত্য আছে ৷"
তাই উপস্থিত ছাত্ররা লুঙ্গী পরিধান করার পূর্ন স্বাধীনতা কামনা করেন ৷
,
রিপোর্টার :: তৈমুর লং
,
আগষ্টের প্রথম রোববার "বন্ধু দিবস" এই দিবস আয়োজন করতে আইআইইউসি ক্যাম্পাসের হল এ অবস্থানরত ছাত্ররা হাতে নিয়েছে এক ব্যতিক্রমী উদ্দ্যোগ ৷ ছাত্তরা তার নাম দিয়েছেন "চা পার্টি উইথ লুঙ্গী"
,
আবাহমান গ্রাম বাংলার পুরুষদের নিত্য ব্যবহার্য পোশাক লুঙ্গীর সাথে অন্য কোন পোশাকেরই তুলনা চলে না ৷ বাঙ্গালী পুরুষদের এই পছন্দের পোশাক পড়ে দুপুরের খাবারের পরে ছাত্ররা মিলিত হয় সাউথ ক্যাম্পাসের ক্যান্টিন পাহাড়ীকার সামনে ৷
,
এদিকে সাহিত্যমনা ছাত্ররা আয়োজন করে বিভিন্ন ধরনের গান, কৌতুক, মুখাভীনয় সহ রম্য বক্তৃতার ৷ নানান ধরনের বিনোদন প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠান সামনে এগিয়ে যায় ৷ সেই সাথে সবাই মিলে চা পানে মগ্ন হয় ৷
,
বন্ধুত্ব অমর ৷ বন্ধুত্ব চিরযৌবনা ৷ পৃথিবীর অন্যতম শক্তিশালী বন্ধনের নাম বন্ধুত্ব ৷ আর আবাসিক হল এ অবস্থানকারী ছাত্রদের বন্ধুদের সংখ্যা থাকে অগনিত ৷ তাই সর্বক্ষন হাঁসি খুশিতে মেতে থাকে ছাত্ররা ৷
,
এদিকে ছাত্ররা বলেন, " লুঙ্গী একটি আরামদায়ক পোশাক ৷ লুঙ্গীর পরিধান করায় হীনমন্যতার কিছু নাই বরং আভিজাত্য আছে ৷"
তাই উপস্থিত ছাত্ররা লুঙ্গী পরিধান করার পূর্ন স্বাধীনতা কামনা করেন ৷
,
রিপোর্টার :: তৈমুর লং
0 comments:
Thank you