গুলশান হামলার প্রতিবাদে আই আই ইউ সির বিশাল মানববন্ধন
প্রধান প্রতিবেদক,আই আই ইউ সি নিউজ,সীতাকুন্ড, চট্টগ্রামঃ ধর্ম মানুষকে পবিত্র করে। মানুষের নৈতিকতা ও চেতনাকে জাগ্রত করে। ধর্ম মানুষকে অপশক্তির কাছে মাথা নত না করে মাথা উঁচু করে বাঁচতে শেখায়। পবিত্র ও শান্তির ধর্ম ইসলামের নামে যতবারই সন্ত্রাসবাদ আঘাত এনেছে মানবসম্প্রদায়ের উপর ততবারই তার প্রতিবাদ আর উচিত জবাব দিয়েছে এদেশের সচেতন জনগন। এবারও এর ব্যাতিক্রম নয় আই আই ইউ সি।
.
আজ সোমবার সকাল ১১ টায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর কুমিরায় নিজস্ব ক্যাম্পাসে প্রায় সাড়ে ছয় হাজার ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মকর্তা- কর্মচারীর অংশগ্রহণে গুলশান ও শোলাকিয়ার মর্মান্তিক জঙ্গি হামলার প্রতিবাদে মানববন্ধন, শোকর্যালি অনুষ্ঠিত হয়ে গেল।
.
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ দেলাওয়ার হোসেন। তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ একটি ব্যাধি। সমাজকে এ ব্যধিমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন এবং একই সাথে আক্রান্ত তরুণ প্রজন্মের মানসিক চিকিৎসা প্রয়োজন। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় ও ধর্মভীরু কিন্তু উগ্র নয়।
.
আইআইইউসি’র ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আইআইইউসি’র কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. আবু বকর রফীক, শরিয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. গিয়াসউদ্দীন হাফিজ, ফিমেল একাডেমিক কমপ্লেক্সের চিফ-ইনচার্জ প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাফিউদ্দিন মাদানী, স্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক আ. জ. ম. ওবায়েদুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রক্টর জাহেদ হোসাইন ভূঁইয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান হাদীস ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান প্রফেসর ড. নাজমুল হক নদভী, আইআইইউসি‘র রেজিস্ট্রার স্কোয়াড্রন লিডার (অব.) মুহাম্মদ নূরুল ইসলাম, সেন্টার ফর ইউনিভার্সিটি রিকয়ার্মেন্ট কোর্সেস এর পরিচালক প্রফেসর ড. এ. কে. এম শাহেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সিরাজুল ইসলাম, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান ইফতেখার উদ্দিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মোহাম্মদ মেহেদী হাসান, কু’রানিক সায়েন্স বিভাগের প্রধান ড. মোস্তফা কামিল, ইটিই বিভাগের প্রধান আবদুল গফুর, ইইই বিভাগের প্রধান আতাহার উদ্দিন, আইন বিভাগের প্রধান সাইদুল ইসলাম এবং ফার্মেসী বিভাগের প্রধান মাসুদুর রহমান।
.
এর আগে সকাল ১১টায় ক্যাম্পাসের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে থেকে শুরু হয় বিশাল র্যালীর। র্যালীর সামনে থেকে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের মহামান্য ভিসি স্যার,প্রো ভিসি,ট্রাস্টি বোর্ডের সদস্য সহ অন্যান্য অতিথিবৃন্দ। র্যালীটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ছোট কুমিরা থেকে বার আউলিয়া পর্যন্ত মানববন্ধনে রূপ নেয়। এ সময় মানব বন্ধন থেকে জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী স্লোগান দেন শিক্ষার্থীরা। আই আই ইউ সি ক্যাম্পাসে জঙ্গিবাদের ঠাঁই নেই।
.
মানববন্ধন শেষে সমাপনী বক্তব্যে জানানো হয় আগামী ৫ আগস্ট মাস্টার্সের সকল ক্লাস এবং ৬ আগস্ট অনার্সের সকল ক্লাস কুমিরায় নিজস্ব ক্যাম্পাসে শুরু হবে।
0 comments:
Thank you