আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

অনলাইন পোর্টালে আবারো প্রচারে আসলো IIUC News

নিজস্ব প্রতিবেদক,আই আই ইউ সি নিউজঃ সিস্টেমগত সমস্যার কারণে দেড় মাস বন্ধ থাকার পর পুনরায় অনলাইনে প্রচারে এসেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম- আই আই ইউ সির প্রথম ক্যাম্পাসভিত্তিক অনলাইন পত্রিকা IIUC News। দীর্ঘ ১বছর ধরে আই আই ইউ সির ক্যাম্পাসের সংবাদ সহ বিভিন্ন গুরুত্তপূর্ণ খবর প্রচার করে আসছে আই আই ইউ সির ছাত্রদের পরিচালিত এ অনলাইন পত্রিকা।
.
বিভিন্ন সময়ে ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কে নিয়ে হলুদ মিডিয়ার মনগড়া  সংবাদের প্রতিবাদে জবাবও দিয়েছে আই আই ইউ সি নিউজ।
.
আজ থেকে প্রায় ১৪ মাস আগে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় ফেইসবুক ফ্যান পেইজ IUC News এর উদ্যোগে এ ওয়েব পোর্টালের উদ্যোগ নেয়া হয়।  আই আই ইউ সি প্রকৌশল বিভাগের কিছু ছাত্র তাদের মেধা ও দক্ষতা দিয়ে সাজিয়েছেন মূল সাইটের ডিজাইন টি। খুব অল্প সময়ে একটি পরিপূর্ণ ও পরিনত অনলাইন পোর্টাল উপহার দেয় আই আই ইউ সিয়ানদের।
.
ইতিমধ্যে ৬০ হাজারের বেশী ভিজিটর ভিজিট করেছেন এ সাইট টি।  IIUC News এর সম্পাদক জানান, সামনে আমাদের এ ওয়েব পোর্টাল আরো তথ্য সমৃদ্ধ খবর প্রচার করার পাশাপাশি আমাদের আই আই ইউ সির গৌরব কে সবার সামনে তুলে ধরবে। সাময়িকভাবে সার্ভার নিয়ে সমস্যায় পড়লেও আই আই ইউ সিয়ান প্রকৌশল বিভাগের ছাত্রদের সমন্বয়ে ওয়েব ডেভেলপার টিম জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা যেন না হয়, সে জন্য তারা ব্যবস্থা নিয়েছেন। একটি সুন্দর সাইট উপহার দিতে তারা কাজ করে যাবেন। মূলত বিশ্ববিদ্যালয় কে ভালবেসেই তারা এটি করেছেন।
.
বর্তমানে www.iiucnewsbd.com. এড্রেসে দেখবেন নিউজ পোর্টালের বিভিন্ন সংবাদ ও আর্টিকেল গুলো।

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News