আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

প্রতারণার ফাঁদে আই আই ইউ সিয়ান

তৈমুর লং,সিনিয়র রিপোর্টার,আই আই ইউ সি নিউজঃ
গতকাল ২৮/ ০৭ /১৫ মঙ্গলবার পার্মানেন্ট ক্যাম্পাসে ঘটে গেল এক অনাকাঙ্খিত ঘটনা ৷ জনৈক আই আই ইউ সিয়ান ইইই ডিপার্টমেন্টেস ষষ্ঠ সেমিষ্টারের ছাত্র সাগর পড়ে গেলেন এক চোরাবালিতে ৷ প্রতারণায় সর্বশান্ত হয়ে জরিমানা গুনলেন ৯০ হাজার টাকা ৷

ঘটনায় জানা যায় , সাগর নামের ঐ ছাত্র ভাইটির কাছে গত কয়েকদিন থেকে ফোন আসতে থাকে এই মর্মে যে , " উনি লটারীতে অনেক গুলো টাকা পেয়েছেন , তাই এই টাকা উদ্ধার করে আনতে এখন এক লক্ষ টাকা প্রয়োজন ৷ তিনি যেন বিকাশে এই এক লক্ষ টাকা পাঠিয়ে দেন ৷"

মঙ্গলবার সন্ধ্যায় তিনি গেটে অবস্থিত বিকাশ দোকানে এসে টাকা পাঠাতে থাকেন ৷ এক পর্যায়ে দোকানদার টাকা চাইলে তিনি দোকানদারের টাকা
দিতে গরিমসি করতে থাকেন এবং সর্বশেষ নিরুপায় হয়ে দোকানদারকে সব কথা খুলে বলেন ৷ কিন্তু ততক্ষনে সর্বনাশ যা হওয়ার তা হয়ে গেছে  ৷

খবর শুনে হল গুলো থেকে ছাত্ররা এসে দোকানে ভীড় করতে থাকেন ৷ এক পর্যায়ে ওয়ার্ডেন স্যাররা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং বিষয়টি মিমাংসা করার আশ্বাস দেন ৷ আজ বুধবার এই ঘটনার সমাধান করা হয় , এতে সাগর দোকানদারের পাওনা টাকা পরিশোধ করে আপাতত রেহাই পান ৷

প্রিয় আই আই ইউ সিয়ান , এই ধরনের প্রতারক চক্র থেকে সাবধান হউন ৷ আল্লাহ আমাদের সহায় হোন ৷ আমিন।

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News