তুরস্কগামী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আইআইইউসি ভিসি প্রফেসর ড. আজহার
" বিদেশে ভাল ফলাফলের লক্ষ্যেই অধ্যয়ন করতে হবে যাতে দেশের আরও ছাত্রের বৃত্তি পাওয়ার পথ সুগম হয়"। তুরস্কগামী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আইআইইউসি ভিসি প্রফেসর ড. আজহার। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে.এম আজহারুল ইসলাম বলেছেন বিদেশে ভাল ফলাফলের লক্ষ্যেই অধ্যয়ন করতে হবে যাতে দেশের আরও ছাত্রের বৃত্তি পাওয়ার পথ সুগম হয়।
গত ২৩ আগস্ট রবিবার সকালে আইআইইউসি’র স্টাফ ডেভেলপমেন্ট এন্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশন (এসডিএসডব্লিউডি) আয়োজিত আইআইইউসি’র তুরস্কগামী ছাত্রদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ.কে.এম আজহারুল ইসলাম এ অভিমত ব্যক্ত করেন। আইআইইউসি’র বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে এ আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেজিস্ট্রার স্কোয়াড্রন লীডার (অবঃ) মুহাম্মদ নূরুল ইসলাম এবং কুর’আনিক সায়েন্স বিভাগের প্রধান ড. রশীদ জাহিদ এবং আইআইইউসি’র তুরস্কগামী ছাত্র মাহমুদুল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন এসডিএসডব্লিউডি’র উপ পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান।
উল্লেখ্য তুরস্কের সরকারী বুর্সলারী বৃত্তি নিয়ে আইআইইউসি’র পাঁচজন ছাত্রের দু’জন মাস্টার্সএবং তিনজন পিএইচডি ডিগ্রী অর্জনের লক্ষ্যে তুরস্ক গমন করছে। এরা হলেন ১। আসম মাহমুদুল হাসান (law) ২। আতাউল্লাহ খালেদ(QSIS) ৩।আফজালুর রহমান(BBA) ৪। শাফাআতুজ্জামান(QSIS) ৫। মোঃ ত্বোহা(QSIS)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে.এম আজহারুল ইসলাম বলেন, বাংলাদেশের ছেলে-মেয়েরা বিদেশে অধ্যয়ন করা মানে এক একজন এক একটি পতাকা বহন করা। পতাকার তথা দেশের এই সম্মান রক্ষা করার উপর তিনি গুরুত্বারোপ করেন। তুরস্কগামী ছাত্ররা আইআইইউসি’র সুনাম বৃদ্ধিতে ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে রেজিস্টার স্কোয়াড্রন লীডার (অবঃ) মুহাম্মদ নূরুল ইসলাম বলেছেন,তোমরাই এদেশের পতাকা বহন করবে,তাই সতর্ক থাকবে৷ সভাপতির বক্তব্যে ক্যাম্পাস চীপ ড. দেলোয়ার হোসেন বলেছেন,বিদেশে তোমরা এমন কোন কাজ করবে না যাতে দেশের সুনাম ক্ষুন্ন হয়। অনুষ্ঠানে তুরস্ক গামী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়।
0 comments:
Thank you