বই পরিচিতি
লেখকঃ বুলবুল সরওয়ার
প্রকাশনাঃ অ্যাডর্ন পাবলিকেশন
ইতিহাস বা প্রাচীনে দেখা যায় খ্রিষ্টপূর্ব সপ্তম শতাব্দীতে সেনাপতি বাইজাস এই নগরীর গোড়াপত্তন করেন। শ্র“তি আছে যে, মিগ্রানদের নিয়ে দলপতি বাইজাস ডেলফির মন্দিরে পূজা দিতে গিয়ে দেবীর কাছে জানতে চান কোথায় আমি অমরত্ব পাব? জবাবে দেবী জানান, অন্ধদের নগরীর উল্টা পাড়ে। মিগ্রানদের নিয়ে বাইজাস নানা নগর-বন্দর ঘুরে বসফরাসের পূর্ব পাড়ে পৌঁছেন। পশ্চিম পাড় তখনো বিজন পাহাড়। এই অসাধারণ ভৌগোলিক সৌন্দর্যকে উপেক্ষা করায় পূর্ব পাড়ের বস্তিবাসীকে বাইজাস ‘অন্ধ’ হিসেবে অভিহিত করেন। তার আদেশেই পশ্চিম পাড়ে গড়ে ওঠে বাইজেন্টিয়াম শহর। পরবর্তীকালে কনস্টান্টাইন এর নতুন নামকরণ করেন কনস্টান্টিনোপ্ল। কিন্তু এশিয়ানদের কাছে বরাবরই শহরটি ইস্তাম্বুল নামে পরিচিত।
গত চার হাজার বছরে ইস্তাম্বুলের নাম সাতবার পরিবর্তিত হয়েছে বাইজেন্টিয়াম, কনস্টানটিনি, কনস্টান্টিনোপ্ল, কনস্টান্টিপোলিস, স্টিম্পল, এস্তানবুল, ইস্তাম্বুল ও ইস্তানবুল (বর্তমান অফিসিয়াল নাম)। নামের মতোই বিচিত্র এর অবরোধের ইতিহাস। এ শহরের হাতে জিঞ্জির পরিয়েছেন পার্সি সম্রাট দারিয়ুস (৫২৩ খ্রিষ্টপূর্বাব্দে); এথেন্সের আলসিবিয়াদেস (৪০৮ খ্রি:পূ:); মেসিডোনিয়ার ফিলিপ-টু (৩৩০ খ্রি:পূ:); আরবীয় বাহিনী (৬৭৩-৭৮; ৭১৭-১৮); বুলগেরিয়ান আক্রমণকারীরা (৮১৩; ৯১৩); চতুর্থ ক্রুসেডার বাহিনী (১২০৩-১২০৪) এবং সর্বশেষ ব্রিটিশ, ইতালি ও ফ্রান্সের যৌথ কমান্ড (১৮১৮-২৩)।
0 comments:
Thank you