আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

বই পরিচিতি

বই পরিচিতিঃ ০
বিভাগঃ  ভ্রমণ
বইঃ ইস্তাম্বুল
লেখকঃ  বুলবুল সরওয়ার
প্রকাশনাঃ অ্যাডর্ন পাবলিকেশন
পৃষ্ঠা সংখ্যা:২০৮

 
আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে তুরস্ক, আর্মেনিয়া, ইরাক ও গ্রিসের অংশ নিয়ে গড়ে উঠেছিল হিট্রাইট সাম্রাজ্য। দেশের কেন্দ্রস্থলে অবস্থিত আরারাত পর্বতের চুড়োয় এসে স্থিত হয়েছিল নূহের কিশ্তি; যার ধ্বংসাবশেষে এখনো দৃশ্যমান (বর্তমানে আর্মেনিয়ায়)। এরপর এই তুর্কিস্থান খ্যাতিমান হয়ে ওঠে ফ্রিজিয়ান, লিডিয়ান, ট্রোজান ও পার্সিয়ানদের দ্বারা। মহামতি আলেক্সান্ডার একে আরো খ্যাতিমান করে তোলেন সিরীয়, ইরাকি ও মিসরীয়দের পরাজিত করে। এরপর মধ্য এশিয়ার স্তেপবাসী, যারা এখন কুর্দি নামে খ্যাত, পাঁচ শ’ বছর এলাকাকে শাসন করে সেলজুক ও ওসমানী বংশের নামে। ১৯২৩ সালে কামাল আতাতুর্কের হাতে জন্ম হয় নব্য তুরস্কের। কিন্তু রাজ্য বা রাজা যতই বদলাক না কেন, ইস্তাম্বুল রয়ে গেছে রানীর আসনে।

ইতিহাস বা প্রাচীনে দেখা যায় খ্রিষ্টপূর্ব সপ্তম শতাব্দীতে সেনাপতি বাইজাস এই নগরীর গোড়াপত্তন করেন। শ্র“তি আছে যে, মিগ্রানদের নিয়ে দলপতি বাইজাস ডেলফির মন্দিরে পূজা দিতে গিয়ে দেবীর কাছে জানতে চান কোথায় আমি অমরত্ব পাব? জবাবে দেবী জানান, অন্ধদের নগরীর উল্টা পাড়ে। মিগ্রানদের নিয়ে বাইজাস নানা নগর-বন্দর ঘুরে বসফরাসের পূর্ব পাড়ে পৌঁছেন। পশ্চিম পাড় তখনো বিজন পাহাড়। এই অসাধারণ ভৌগোলিক সৌন্দর্যকে উপেক্ষা করায় পূর্ব পাড়ের বস্তিবাসীকে বাইজাস ‘অন্ধ’ হিসেবে অভিহিত করেন। তার আদেশেই পশ্চিম পাড়ে গড়ে ওঠে বাইজেন্টিয়াম শহর। পরবর্তীকালে কনস্টান্টাইন এর নতুন নামকরণ করেন কনস্টান্টিনোপ্ল। কিন্তু এশিয়ানদের কাছে বরাবরই শহরটি ইস্তাম্বুল নামে পরিচিত।

গত চার হাজার বছরে ইস্তাম্বুলের নাম সাতবার পরিবর্তিত হয়েছে বাইজেন্টিয়াম, কনস্টানটিনি, কনস্টান্টিনোপ্ল, কনস্টান্টিপোলিস, স্টিম্পল, এস্তানবুল, ইস্তাম্বুল ও ইস্তানবুল (বর্তমান অফিসিয়াল নাম)। নামের মতোই বিচিত্র এর অবরোধের ইতিহাস। এ শহরের হাতে জিঞ্জির পরিয়েছেন পার্সি সম্রাট দারিয়ুস (৫২৩ খ্রিষ্টপূর্বাব্দে); এথেন্সের আলসিবিয়াদেস (৪০৮ খ্রি:পূ:); মেসিডোনিয়ার ফিলিপ-টু (৩৩০ খ্রি:পূ:); আরবীয় বাহিনী (৬৭৩-৭৮; ৭১৭-১৮); বুলগেরিয়ান আক্রমণকারীরা (৮১৩; ৯১৩); চতুর্থ ক্রুসেডার বাহিনী (১২০৩-১২০৪) এবং সর্বশেষ ব্রিটিশ, ইতালি ও ফ্রান্সের যৌথ কমান্ড (১৮১৮-২৩)।

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News