আই আই ইউ সি বকুল তলা থেকে হতাশা চত্বর
অনন্ত আকাশ,বার্তা প্রধান,আই আই ইউ সি নিউজঃ বকুল তলা। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ক্যাম্পাসের প্রবেশ মুখে রেল গেইট পার হলেই জিরো পয়েন্ট মোড়ে দেখবেন চির উন্নত মমশিরে দাঁড়িয়ে থাকা সবুজ একটি বকুল গাছ। অনেকে একে হতাশা চত্বর বলেও ডাকেন। যতটুকু জানা যায়, পরীক্ষা কিংবা ক্লাস শেষে অনেকেই ভার্সিটির প্যারা নিয়ে হতাশ হয়ে বসে থাকে এ বকুল গাছের নিচে।আবার অনেকে ক্লাস শেষে বাস ছেড়ে দিলে বাসের পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে বাস ধরতে না পারলে ক্লান্ত হয়ে হতাশ হয়ে বসে থাকে এ গাছের নিচে। তাই হতাশা চত্বর নামে ডাকে অনেকেই। যদিও হতাশার মোড়, হতাশা চত্বর নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম কলেজ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সহ আরো কিছু জায়গায় এমন জায়গা রয়েছে যার পেছনেও রয়েছে কোন না কোন বিশেষ কারণ।
.
আই আই ইউ সি বকুল তলার দক্ষিনে গেলে দেখবেন দক্ষিন ক্যাম্পাস। আর উত্তর দিকে গেলে মধ্য ক্যাম্পাস ও সাউথ ক্যাম্পাস। দক্ষিন ক্যাম্পাসে মূলত ছাত্রদের আবাসিক হল গুলো রয়েছে। তাই সাধারন শিক্ষার্থীদের চলাফেরা সেদিকে কমই থাকে।
.
বেশ কিছুদিন আগে আবু বক্কর হলের উদ্যোগে খোলা আকাশের নিচে এ বকুল তলায় আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক সন্ধ্যা।বিকেলে গাছের নিচে বসে ছাত্রদের আড্ডা কিংবা সংস্কৃতি চর্চা করতে দেখা যায় বকুল গাছের নিচে।কবির ভাষায়
বকুল তলায় আসতে তুমি
কুঁড়াতে বকুল ফুল
মালা গেঁথে পরতে তুমি
খোঁপায় ভরা চুল।
.
মূলত ক্যাম্পাসে মোরালিটি খাল, পানামা খাল, আই ডি কার্ড চত্বর নামে নতুন কিছু নামের জায়গা থাকলেও হতাশা চত্বর নামটাই সবচেয়ে বেশি পরিচিত।
0 comments:
Thank you