আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

স্কলারশীপের সুযোগঃ পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়

আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে লিখব । প্রথমতঃ বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদেশে স্কলারশীপের সুযোগ, আর দ্বিতীয়তঃ বিদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোতে বাংলাদেশের সব শিক্ষার্থীদের (পাবলিক এবং প্রাইভেট) স্কলারশীপের সুযোগ । দেখুনতো নীচের ৫ টি বিশ্ববিদ্যালয়ের নাম
(সেট নং-১) কখনও শুনেছেন কিনা ?
সেট নং-১: Harvard University, Stanford University, Yale University, Princeton University, Massachusetts Institute of Technology (MIT)।  আমি জানি, আপনারা সবাই শুনেছেন । উপরে উল্লিখিত বিশ্ববিদ্যালয় গুলো মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত যেগুলোর সুনাম বিশ্বজুড়ে । এখন প্রশ্নঃ এগুলো কি পাবলিক নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ? কি মনে হয় আপনাদের ? একটু পরে বলছি । এবার দেখুন দুই নম্বর তালিকা (সেট নং-২) । এখানে আরো ৫ টি নামকরা মার্কিন বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করা হল ।

সেট নং-২: University of California, Los Angeles (UCLA), University of Michigan, University of North Carolina, Chapel Hill, University of Wisconsin-Madison, University of California, Berkeley (UCB)

সেট নং-১ এর বিশ্ববিদ্যালয় গুলো হল প্রাইভেট আর সেট নং-২ এর বিশ্ববিদ্যালয় গুলো হল পাবলিক । কি আপনাদের বিশ্বাস হয় না ? তাহলে
নীচের ওয়েবসাইট টি দেখুন । http://www.topuniversities.com/ …/us-universities-rankings-p…

অবাক করার বিষয় হল, হার্ভাড বিশ্ববিদ্যালয় হল একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় । বিশ্বাস না হলে নীচের সাইট টি দেখতে পারেন ।
https://en.wikipedia.org/wiki/Harvard_University

বাংলাদেশের যে সব শিক্ষার্থী মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) যেতে চান তাদের জন্য লাগবেনTOEFL এবং GRE । আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে
পড়ালেখা করেছেন নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন সেটা কোন বিষয় না । বিষয় হল আপনার TOEFL and GRE।Scores এবং আপনার CGPA Score । সত্যি বলতে কি, মার্কিন যুক্তরাষ্ট্রে পাবলিক আর।প্রাইভেট উভয় বিশ্ববিদ্যালয় গুলোতেই আন্ডার।গ্রাজুয়েট এর টিউশন ফি হল অনেক বেশী ।।বিশ্ববিদ্যালয় গুলোর বাজেটের একটা বড় অংশই আসে টিউশন ফি থেকে । তাই, মার্কিন যুক্তরাষ্ট্রে পাবলিক আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলো মিলে মিশে একাকার । এবার বলছি কানাডা, ব্রিটেন, অষ্ট্রেলিয়া, জার্মান, জাপান, সুইডেন সম্পর্কে । এই দেশ।গুলোতে খুবই কম সংখ্যক প্রাইভেট বিশ্ববিদ্যালয়।আছে যেগুলো একেবারেই ছোট । অধিকাংশ।গুলোতে কোন পিএইচডি কোর্সই নেই ।।ব্রিটেনে আছে মাত্র ২ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় (University of Buckingham and BPP University College)। কানাডাতে একেবারে ছোট কয়েকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে (Quest University, Trinity Western University, University Canada West) যেগুলো কোন স্কলারশীপ দেয় না । একই অবস্থা জাপান,
জার্মান, সুইডেন বা অষ্ট্রেলিয়ার । বাংলাদেশের সব শিক্ষার্থীদের বলবঃ আপনারা যারা মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চান আপনারা TOEFL এবং GRE-।এর জোর প্রস্তুতি নিন । আপনাদের TOEFL আর GRE স্কোরই হল মার্কিন বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তির একমাত্র ব্যারোমিটার ।

অন্যদিকে যারা কানাডা, ব্রিটেন, অষ্ট্রেলিয়া, জাপান, জার্মান বা সুইডেন এই সব দেশে যেতে চান, তারা IELTS পরীক্ষার প্রস্তুতি নিন এবং
থিসিস গ্রুপে যেয়ে একটু গবেষণা করুন ।।শেষ করছি ২০১৫ সনের Fall Session-এ।বাংলাদেশের শিক্ষার্থীদের কথা দিয়ে । এবার দেখতে পেলাম, উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কানাডা এবং আমেরিকাতে এসেছে উচ্চ-শিক্ষার (MS and PhD) জন্য । তাদের
অনেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবার অনেকেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী । তাই মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডাতে বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশীপ পাওয়ার মাপকাঠি হল তাদের মেধা সেখানে পাবলিক বা প্রাইভেট কোন বিষয় না । আর নর্থ আমেরিকাতে বাংলাদেশের সব শিক্ষার্থীদের একমাত্র পরিচয় তারা “বাংলাদেশের শিক্ষার্থী” । বাংলাদেশের সব শিক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভ কামনা ।

ডক্টর রুহুল খান, ভ্যাংকুভার, ব্রিটিশ কলাম্বিয়া,

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News