বিজনেস ক্লাবের নবীনবরণ ও মেধাবী সংবর্ধনা সম্পন্ন
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ব্যবসায় অনুষদের বিজনেস ক্লাব (স্থায়ী ক্যাম্পাস) কর্তৃক আয়োজিত হল নবীনবরণ ও মেধাবী সংবর্ধনা।আজ ১১ নভেম্বর আইআইইউসির সেট্রাল অডিটোরিয়ামের কনফারেন্স হলে আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠান। অনুষ্ঠানে অটাম-২০১৫ এ নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। পাশাপাশি গত সেমিস্টারে এ+ পেয়ে অসাধারণ রেজাল্ট করা শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয় এবং কুইজ কম্পিটশনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়া বিজনেস ক্লাবের সাবেক কমিটির মেম্বারদের সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড:শেখ সিরাজুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে তিনি ধন্যবাদ জানান বিজনেস ক্লাবের বর্তমান কমিটিকে দায়িত্ব গ্রহণের পরপর ভাল কিছু প্রোগ্রাম আয়োজনের জন্যে ও আজকের প্রোগ্রামে নবীনবরণ ও মেধাবী সংবর্ধনা একসাথে করার জন্যে।নতুনদের উদ্দেশ্যে তিনি বলেন‚ ডিসিপ্লিন মেনে চলে পড়াশোনা ও জীবন পরিচালনা করলে তোমাদের বিজয় সুনিশ্চিত।এসিস্ট্যান্ট প্রক্টর ও এসোসিয়েট প্রফেসর জাহিদ হোসেন ভূঁইয়া তার বক্তব্যে বলেন‚ শিক্ষিত হওয়ার পাশাপাশি আমাদের সর্বপ্রথম একজন ভাল মানুষ হতে হবে।কো-অর্ডিনেটর ইএমবিএ প্রোগ্রাম ও এসোসিয়েট প্রফেসর মো: শাহনুর আজাদ চৌধুরী তার বক্তব্যে নতুনদের সামনের দিনগুলোর জন্যে ভাল কিছু দিকনির্দেশনা দেন।কো-অর্ডিনেটর ডিবিএ ও এসিস্ট্যান্ট প্রফেসর মোহাম্মদ জুনায়েদ কবির তার বক্তব্যে শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন তাদের
নানা মতামত নিয়ে এবং পড়ালেখার পাশাপশি তাদের নানাবিদ দক্ষতা অর্জনে কাজ করতে বলেন।সর্বশেষ প্রেসিডেন্ট বিজনেস ক্লাব ও এসিস্ট্যান্ট প্রফেসর মো: মারুফ উল্লাহ শিক্ষার্থীদের বিজনেস ক্লাব সম্পর্কে একটা ধারণা দেন।তিনি শিক্ষার্থীদের বিজনেস ক্লাবের পাশে থাকতে বলেন এবং কোন ধরনের সাজেশন থাকলে তাদের মতামত গুলো নিয়ে যোগাযোগ করতে বলেন।সাবেক কমিটির জিএস মো: ইমাম হোসেন মামুন বলেন ডিসিপ্লিন ও শিক্ষকদের যথাযথ সম্মান প্রদান এই দুইটা যার মাঝে আছে সে কখনো হারবে না। বিজনেস ক্লাবের জিএস মো: মাকসুদুর রহমান তার বক্তব্যে বলেন‚ আমার কমিটি দায়িত্ব গ্রহণের পর আমরা নানাবিদ প্রোগ্রাম আয়োজন করেছি।ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড প্রোগ্রাম এর পাশাপাশি ট্যুর‚খেলাধূলা আয়োজন করে যাচ্ছি।সামনে আমাদের রয়েছে ক্রিকেট টুর্নামেন্ট ও সাজেক ভ্যালি ট্যুর ‚এই আয়োজন গুলো সফল করতে পূর্বের ন্যায় বর্তমানেও আপনাদের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্টাডি ট্যুর কমিটি মেম্বার ও এসিস্ট্যান্ট প্রফেসর মো: তৌফিকুর রহমান‚বিজনেস ক্লাব ভাইস প্রেসিডেন্ট ও লেকচারার মো: আরিফুল হক ‚বিজনেস ক্লাব ট্রেজারার ও লেকচারার মো: আমজাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করে বিজনেস ক্লাবের ফিন্যান্স সেক্রেটারি মো: মাহমুদুল হাসান।আনুষ্ঠানে বিজনেস ক্লাবের সাবেক কমিটির সূজন‚আব্দুর রহমান এবং পাশাপশি বর্তমান কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট জিএস সালাহ উদ্দিন ‚অর্গানাইজিং সেক্রেটারি মো:রবিউল হোসেন রাহাত ‚ফিন্যান্স সেক্রেটারি মো: মাহমুদুল হাসান ‚সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি শামীম ‚প্রেস ও পাবলিকেশন সেক্রেটারি আব্দুল্লাহ হিল কাফি‚স্পোটর্স সেক্রেটারি আনসারি‚ সাদমান‚ মোতাহার‚পিয়াস‚ নোমান।
0 comments:
Thank you