ভ্যাট প্রত্যাহারের দাবীতে আই আই ইউ সিয়ানদের অবরোধ
অনন্ত আকাশ,চট্টগ্রাম, আই আই ইউ সি নিউজ ঃবেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে সাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় আই আই ইউ সির শিক্ষার্থীদেরও আজ রাস্তায় অবরোধ করতে দেখা গেছে।
সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলমান থাকায় সকলে মিলিত ভাবে আন্দোলন করতে না পারলেও সিটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা ১ম স্লটের পরীক্ষার পর দুপুর ১.৩০টায় প্রেসক্লাবে চট্টগ্রামের অন্যান্য প্রাইভেট ভার্সিটির শিক্ষার্থীদের সাথে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
সিটি ক্যাম্পাসের আন্দোলনের হাওয়া ২২কিমি অদূরে প্রধান ক্যাম্পাসে যেতে সময় লাগেনি। তাই ২য় স্লটের পরীক্ষা শেষে বিকেল পৌনে পাঁচটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ করে শিক্ষার্থীরা। সন্ধ্যা ছয়টার দিকে এ অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। প্রায় সোয়া এক ঘণ্টার এ অবরোধে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলতে সক্ষম হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্লাহ বলেন, ভ্যাটের বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত ছিল। উদ্ভূত পরিস্থিতিতে সরকার নিশ্চয় একটি সিদ্ধান্ত জানাবে। শিক্ষার্থীদের আপাতত অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করায় তাঁরা রাজি হয়েছেন এবং অবরোধ প্রত্যাহার করেছেন।
0 comments:
Thank you