অর্থনীতি এবং ব্যাংকিং ডিপার্টমেন্টের EB CLUB এর উদ্যোগে "GRE " শীর্ষক সেমিনার:
অর্থনীতি এবং ব্যাংকিং ডিপার্টমেন্টের EB CLUB এর উদ্যোগে চট্রগ্রামের GRE সেন্টারের সার্বিক সহযোগীতায় গতকাল কুমিরাস্থ আই আই ইউ সির সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজন করা হয় এক GRE ও USA তে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনারের। পাঁচ শতাধিক ছাত্রের উপস্থিতে বিকাল ২:০০ টায় অনুষ্ঠানটি বিজন শাহরিয়ার এবং অনিমেষ দে’ র উপস্থিতে শুরু হয়।
.GRE সম্পর্কে যাবতীয় ধারণাসহ এর প্রস্তুতি সম্পর্কে কথা বলেন এবং USA থেকে স্কাইপি’তে সরাসরি পশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
GRE পরিক্ষার কোন সিলেবাস যে নেই সেই সম্পর্কে কথা বলেন বক্তারা। যুক্তরাষ্ট্রের একটা ইউনিভার্সিটির পি এইচ ডি গবেষক স্কাইপেতে সরাসরি ছাত্রদের সাথে যোগদেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বক্তারা ছাত্রদেরকে কনফিডেন্স বাড়ানোর জন্য উৎসাহ প্রদান করেন।
.
উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন অর্থনীতি এবং ব্যাংকিং ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ, লেকচারেরদের মধ্যে উপস্থিত ছিলো জসিম উদ্দিন,রফিকুল ইসলাম এবং হারুন উর রশিদ। সেমিনারটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন অর্থনীতি এবং ব্যাংকিং ডিপার্টমেন্টের লেকচারার জোবায়ের আহমেদ স্যার।
.
লিখা:
তানভীরুল ইসলাম
ডিপার্টমেন্ট অফ ইবি।
0 comments:
Thank you