আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

আই আই ইউ সির বকুল তলায় আবু বক্কর হলের সাংস্কৃতিক অনুষ্ঠান

অার্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর অন্যতম আবাসিক হল ১নং আবু বকর রা: হলের উদ্দ্যোগে গতকাল অনুষ্ঠিত হয়ে গেলো পরিচ্ছন্নতা অভিযান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মান্যবর প্রোভিসি  প্রফেসর ড. দেলওয়ার হুসেন স্যার। অত্র হলের সম্মানিত ওয়ার্ডেন আ.ফ.ম. নুরুজ্জামান স্যারের সভাপতিত্বে অনুষ্টিত পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত ছিলেন অন্যান্য হলের সম্মানিত ওয়ার্ডেন বৃন্দ।
.
বুধবার সকালে হলের শিক্ষার্থীদের সাথে নিয়ে দক্ষিন ক্যাম্পাসে অনুষ্টিত হয় এ আয়োজন। দিন শেষে সন্ধ্যায় ক্যাম্পাসের বকুল তলায় (যেটা অনেকের কাছে হতাশার চত্তর নামেও পরিচিত) খোলা আকাশের নিচে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবর্ধনা সভার আসর। এতে সাংস্কৃতিক পরিবেশনা করেন শিক্ষার্থী রা। অনুষ্ঠান উপভোগ করেন প্রোভিসি স্যার সহ অন্যান্য শিক্ষক ও এলাকার জনসাধারন।
.
খোলা আকাশের নিচে এমন একটি ব্যতিক্রম আয়োজনের জন্য আবু বক্কর হলের শিক্ষার্থীদের প্রশংসা করেন অনেকেই। শিক্ষার্থী এভাবে ব্যাতিক্রম আয়োজনের মাধ্যমে সুষ্ঠু বিনোদন চর্চার মাধ্যমে সমাজকে করবে সুন্দর,এটাই প্রত্যাশা সকলের।


0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News