ছাত্রীদের ইফতারঃ আয়োজকদের অব্যবস্থাপনা
ফিমেল সেকশন প্রতিনিধিঃ আই আই ইউ সির ফিমেল একাডেমিক বিল্ডিং এ আজ হয়ে গেল ছাত্রীদের ইফতার প্রোগ্রাম। ফিমেল সেকশনের প্রথম ইফতার হওয়ার অনেক প্রত্যাশা নিয়ে ইফতারে ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। কিন্তু ইফতার এর সময় পর্যাপ্ত ইফতারের ব্যবস্থা না করায় অনেক রোজাদার ছাত্রী ইফতার বঞ্চিত হন। এ বিষয়ে ছাত্রীরা ক্যাম্পাস চীপ স্যারকে অবহিত করলেও উনার মন্তব্য শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। নিজেদের ক্ষোভ প্রকাশ করতে ছাত্রীরা অনেকেই জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মত একটা প্রতিষ্ঠানে ইফতারের মত পবিত্র বিষয় নিয়ে এমন অবহেলা আর অব্যবস্থাপনা দুঃখজনক। এমন অবস্থায় পড়ে দাওয়াত পেয়ে ইফতারে আসা ছাত্রীরা চরম হতাশ হয়ে সন্ধ্যার পর ফিরে গেছেন।
.
ভবিষ্যতে কতৃপক্ষ ইফতার আয়োজনে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়,সেদিকে অথরিটি সচেতন থাকবে, এমনটাই সবার কাম্য। উল্লেখ্য, সীতাকুন্ডে আই আই ইউ সির মেইল সেকশনে প্রতিদিন ইফতার আয়োজন থাকলেও সেখানে তেমন কোন অব্যবস্থাপনা নেই। সবগুলো প্রোগ্রামই সফলভাবে হচ্ছে। তাহলে ফিমেল সেকশনে কেন এমন অবহেলা বা অব্যবস্থাপনা ??
0 comments:
Thank you