" ইটিই'র ইফতার মাহফিল ও রমাদানের তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্টিত "
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিকাল ৪ ঘটিকায় শুরু হয় ইটিই ডিপার্টমেন্টের ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল। সেমিনার ও ইফতার মাহফিল এই দুই পর্বে বিভক্ত ছিলো আয়োজন।
.
টেলিকম ক্লাবের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের সেমিনার পর্বে চারটি ভিন্ন বিষয়ের উপর জ্ঞানগর্ভ আলোচনা করেন চারজন বিশিষ্ট বক্তা। প্রথমেই 'Significance of Ramadan' বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেন কোরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ও হযরত উমর (রা) হলের প্রভোস্ট হারুনুর রশিদ স্যার।
.
পরবর্তীতে 'Teaching of Ramadan' শীর্ষক আলোচনা করেন ইটিই'র সহযোগী অধ্যাপক ইঞ্জিঃ রাজু আহমেদ স্যার এবং 'Morality Improvement ' শীর্ষক আলোচনা রাখেন CENURC এর প্রভাষক মুঃ নুরুন্নবী স্যার।
সর্বশেষ আলোচনা করেন ইটিই'র প্রভাষক মোস্তফা আমির ফয়সাল স্যার ' Current Situation of Muslim Ummah ' বিষয়ে।
.
ইটিই ডিপার্টমেন্টের ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গুরুত্বপূর্ণ এই আয়োজনের সভাপতি টেলিকম ক্লাব প্রেসিডেন্ট ইঞ্জিঃ জসিম উদ্দীন স্যার উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাবের পক্ষ থেকে প্রথমবারের মতো এই আয়োজনের উদ্দেশ্য হিসেবে ইফতার গ্রহণের চেয়েও দ্বীনি আলোচনা থেকে শিক্ষা গ্রহণের বিষয়কে মুখ্য হিসেবে উল্লেখ করেন।
.
সবশেষ মোনাজাত এবং ছাত্র-শিক্ষক একত্রে ইফতার গ্রহণের মাধ্যমে সন্ধ্যা ৭ ঘটিকায় অনুষ্টানের ইতি টানা হয়।
.
উল্লেখ্য, ডিপার্টমেন্টের সকলকে নিয়ে ডিপার্টমেন্টভিত্তিক এমন ইফতার প্রোগ্রাম ক্যাম্পাসে সচরাচর হয়ে থাকে না।
আগামি দিনে বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টের ক্লাবগুলো আলাদাভাবে এমন ইফতার আয়োজন করবে বলে আশা করা যায়, যা কিনা শিক্ষার্থীদের মধ্যে ভাতৃত্ববোধ সৃষ্টি এবং নৈতিক মূল্যবোধের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
0 comments:
Thank you