আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

প্রকাশিত হল "আল মাস‘উদ-আবদুল্লাহ আল মাসুদ" স্মারক

প্রকাশিত হল "আল মাস‘উদ-আবদুল্লাহ আল মাসুদ" স্মারক

আবদুল্লাহ আল মাসুদ স্যার ছিলেন CCE (বর্তমান ETE ) ডিপার্টমেন্ট এর মেধাবি ছাত্র। CCE থেকে কৃতিত্বের সাথে Bsc. ডিগ্রি অর্জন করে থাইল্যান্ড থেকে Msc. ডিগ্রি সম্পন্ন করেন। এরপর CCE,IIUC তে শিক্ষক হিসেবে যোগদান করেন। স্কলারশিপ নিয়ে পিএইচডি করার জন্য অস্ট্রেলিয়া অবস্থানরত অবস্থায় ২০১১ সালের ২৮মে তারিখে দেশ ত্যাগের  মাত্র ২০দিনের মাথায় ফজরের সালাতে সিজদারত অবস্থায় পরকালে পাড়ি জমান । বয়স ত্রিশ পেরুবার পূর্বেই হজ্ব, বিয়ে ও বিশ্ববিদ্যালয়ের  জনপ্রিয় শিক্ষক হয়ে তিনি মেধা-মনন,ধর্ম ও আদর্শের অনুপম দৃষ্টান্ত হয়ে স্টুডেন্টদের রোল মডেলে পরিণত হয়েছিলেন। উনার সাধনাময় ন্যায়নিষ্ঠ জীবনে রয়েছে সৃজনশীলদের চিন্তার  বিশাল খোরাক। তাই অভিজাত গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ এন্ড পলিসি স্টাডিজ-CRPS আবদুল্লাহ আল মাসুদ স্যারের নাতিদীর্ঘ অথচ বর্ণাঢ্য জীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে তার জীবনালেখ্যের উপর ভিত্তি করে এ স্মরণিকা প্রকাশের উদ্যোগ নেয় । ২৮মে মাসুদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসবের আয়োজন হতে পারে, ইনশাল্লাহ।

বইটি সম্পাদনা করেন সু-সাহিত্যিক ও লেখক রায়হান আজাদ। তিনি শিক্ষকতা পেশার (Islami Bank Institute of Technology, CTG ) সাথেও আন্তরিকভাবে জড়িত আছেন। "আল মাস‘উদ-আবদুল্লাহ আল মাসুদ" লিখকের সম্পাদিত ২৮তম গ্রন্থ। আল্লাহ স্মারক প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সবাইকে উত্তম মর্যাদা দান করুন এবং উক্ত স্মারককে আমাদের পথ চলার পাথেয় করে দিন। আমিন...।

আপনার কপি সংগ্রহের জন্য যোগাযোগ করুন-
এবিসি পাবলিকেশন্স, ২য় তলা,
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেট,
আন্দরকিল্লা, চট্টগ্রাম।
ফোন:০১৮২৬-১২৭৮৩৫

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News