"প্রবল ইচ্ছাশক্তি এবং কঠোর অনুশীলনের মাধ্যমে একজন বিশ্বমানের প্রোগ্রামার হওয়া সম্ভব"
ইটিই প্রতিনিধি,আই আই ইউ সি নিউজঃ "প্রবল ইচ্ছাশক্তি এবং কঠোর অনুশীলনের মাধ্যমে একজন বিশ্বমানের প্রোগ্রামার হওয়া সম্ভব" "প্রোগ্রামিং এবং এলগরিদম" শিরোনামে আয়োজিত ওয়ার্কশপে প্রধান আলোচকের বক্তব্যে সিএসই ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক তানভীর আহসান উপরোক্ত কথা বলেন।
টেলিকম ক্লাবের সার্বিক সহযোগিতায় আইআইইউসি'র ইটিই ডিপার্টমেন্টের ১ম থেকে ৪র্থ সেমিস্টারের ছাত্রদের নিয়ে গত ৮ আগষ্ট,২০১৫ অনুষ্ঠিত হলো এই ওয়ার্কশপ। ইটিই ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ইঞ্জিঃ রাজু আহমেদের সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সম্মানিত ডিন প্রফেসর ডঃ দেলোয়ার হোসেন। ওয়ার্কশপে উদ্বোধনী বক্তব্য রাখেন টেলিকম ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং ইটিই ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ইঞ্জিঃ তাহিদুল ইসলাম। ওয়ার্কশপটিতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিএসই ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক তানভীর আহসান। জনাব তানভীর আহসান ইটিই ডিপার্টমেন্টের ছাত্রদের বেশি বেশি প্রোগ্রামিং চর্চা এবং প্রোগ্রামিং কনটেস্টসমূহে অংশ নেওয়ার মাধ্যমে ডিপার্টমেন্টের নাম উজ্জ্বল করার আহবান জানান।
0 comments:
Thank you