আই আই ইউ সিতে বিদেশী শিক্ষার্থী
রিপোর্টার:: অনন্ত আকাশ, প্রতিনিধি, আই আই ইউ সি নিউজঃ উচ্চশিক্ষার জন্য এদেশে আসা শিক্ষার্থীরা প্রধানত ৩০টি দেশ থেকে আসে। দেশগুলো হলো: কানাডা, চীন, জর্ডান, অস্ট্রেলিয়া, মালি, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ফিলিস্তিন, আরব আমিরাত, আমেরিকা, কোরিয়া, ইরান, সোমালিয়া, ইথিওপিয়া, ইয়েমেন, আফগানিস্তান, উগান্ডা, জাম্বিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, নাইজেরিয়া, কেনিয়া, লাইবেরিয়া, বৃটেন, ভিয়েতনাম, জাপান ও মালয়েশিয়া। ইউজিসি’র বিদেশী শিক্ষার্থী ভর্তি শাখার একজন কর্মকর্তা জানান, বিদেশী শিক্ষার্থী ভর্তির মধ্য দিয়ে একটি বিশ্ববিদ্যালয়ের মানের বিষয়টি প্রকাশ পায়। আমরা বরাবরই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশী শিক্ষার্থী ভর্তির বিষয়টিকে উৎসাহিত করে থাকি। বিশ্ববিদ্যালয়গুলো যত বেশি বিদেশী শিক্ষার্থী ভর্তি করতে পারবে তত বেশি তারা প্রতিযোগিতায় আসতে সক্ষম হবে। সুযোগ-সুবিধা বাড়ালে বাংলাদেশী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আরও বেশি পরিমাণে বিদেশী শিক্ষার্থীকে এদেশে আনতে সক্ষম হবে বলেও মত দেন তিনি।
দেশের অন্যতম শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অফিসিয়াল সূত্রে জানা গেছে এ পর্যন্ত প্রায় ৩০০র বেশী বিদেশী ছাত্রকে আকৃষ্ট করতে সফল হয়েছে আই আই ইউ সি। ভারত, নেপাল, শ্রীলংকা, চীন, সোমালিয়া, মালদ্বীপ, নাইজেরিয়া, ইথিওপিয়া এবং সুদান থেকে শিক্ষার্থীরা আসে IIUC তে পড়াশোনা করতে।
ইউ জি সির রিপোর্ট মতে বিদেশী শিক্ষার্থী পড়ে এমন প্রতিষ্ঠানের মধ্যে বর্তমানে বাংলাদেশে সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় বৃহত্তম স্থানে আছে আই আই ইউ সি। বর্তমানে IIUC এর মোট ছাত্র জনসংখ্যার মাত্র ২% বিদেশ থেকে হয়। এ সংখ্যা ৫% এ উন্নীত করতে নিরলস কাজ করছে ভার্সিটি কতৃপক্ষ।
এগিয়ে যাক IIUC.....
ReplyDelete