কানাডার কেপব্রেইটন ইউনিভারসিটির সাথে আই আই ইউ সির ভিউ একচেঞ্জ
কানাডার কেপ ব্রেইটন বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পাদিত চুক্তির অংশ হিসেবে আগামী ২৯শে ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ভিউ একচেঞ্জ সেমিনার। উক্ত সেমিনারে কী- নোট স্পীকার হিসেবে উপস্থিত থাকবেন কেপ ব্রেইটন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রিক্রুটমেন্ট বিভাগের ম্যানেজার মিস্টাএ ব্রিট ম্যাক লিন। আলোচনার পাশাপাশি কানাডায় ক্রেডিট ট্রান্সফার সহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের সরাসরি প্রশ্নের উত্তর দিবেন কানাডার এ প্রতিনিধি।
.
আই আই ইউ সির ছাত্র কল্যান ও ছাত্র উন্নয়ন বিভাগ (SDSWD) এর সম্মানিত ডিরেক্টর কাজি দীন মুহাম্মদ কতৃক সাক্ষরিত এক নোটিশে আগ্রহী শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। উল্লেখ্য গতবছর ৫ জন ছাত্র ক্রেডিট ট্রান্সফার করে বর্তমানে উক্ত ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছেন৷ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া, ইউনিভারসিটি অব সেন্টস ইসলাম মালয়েশিয়া সব পৃথিবীর বেশ কিছু প্রতিষ্ঠানে আই আই ইউ সির শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফার করে বিদেশে পড়াশোনা করতে পারে। এছাড়া বিদেশ থেকেও অনেকে স্কলারশিপ নিয়ে বর্তমানে এ ভার্সিটিতে অধ্যয়ন করছে যা বাংলাদেশে ২য় সর্বোচ্চ। এদের মধ্যে সোমালিয়ান,সুদান,শ্রীলংকা, নেপালের নাম উল্লেখ করার মত।
.
এক নজরে ভিউ একচেঞ্জ প্রোগ্রামঃ
কী-নোট স্পীকারঃ মিঃ ব্রীট ম্যাক লীন
প্রধান অতিথিঃ মান্যবর প্রোভিসি(চলতি দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ দেলাওয়ার হোসেন স্যার।
তারিখঃ ২৯শে ফেব্রুয়ারি, ২০১৬।
সময়ঃ বেলা ১২.৩০ মিনিট।
ভেন্যুঃ আইআইইউসি সেন্ট্রাল অডিটোরিয়াম।
0 comments:
Thank you