ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাতৃভাষা দিবস উদযাপন
স্যাটেলাইট চ্যানেল সমূহের কারণে দৈনন্দিন জীবনে বাংলা ভাষার সঠিক চর্চা সম্ভব হচ্ছে না। সে জন্য প্রমিত বাংলা ভাষা তথা বাংলাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে মন্তব্য করেছেন আন্তর্জাতিক ইসলামী.বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)ভারপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. দেলওয়ার হোসেন। গত রবিবার সকালে আইআইইউসির কুমিরাস্থ ক্যাম্পাসে ‘স্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিভিশন (স্ট্যাড) আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
.
তিনি বলেন, আমি যখন পিএইচডি নিতে ইউকেতে গিয়েছিলাম তখন ছয় মাস আমার মাতৃভাষা বাংলায় কথা বলতে পারিনি। কথা বলার জন্য ঐ বিশ্ববিদ্যালয়ে কাউকে না পেয়ে আমার অস্তিরতা ও আকুলতা চরম পর্যায় পৌঁছাত। হঠাৎ একদিন এক বাঙালি ভদ্রলোকের সাথে পরিচয় হয়। যার পর নাই আমি আনন্দে আত্মহারা হয়েছি সেদিন। ড. দেলওয়ার বলেন, আজকে নিজ দেশে
মাতৃভাষা বংলার সঠিক ব্যবহার হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, লিবিয়াতে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আরবি ভাষা ব্যবহৃত হয়। এরপর ইংরেজি ভাষা। আমাদের দেশে ছোট ছোট বাচ্চাদের কিন্টার গার্টেনসহ বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমে ইংরেজি ভাষার ব্যবহারের আধিক্য।
ভাষা শহীদ দিবস উদযাপনের অংশ হিসেবে এর আগে ক্যাম্পাসে ৯:৩০মিনিটে রর্যালী অনুষ্টিত হয় যা ক্যাম্পাস প্রদক্ষিণ করে সেন্ট্রাল অডিটোরিয়ামে এসে শেষ হয়। র্যালী শেষে ভাষা শহীদ দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টুডেন্টস অ্যাফেয়ারস ডিভিশন এর পরিচালক জনাব আ জ ম ওবাইদুল্লাহ। উপস্থিত ছিলেন আইন অনুষদের বিভাগীয় প্রধান জনাব সাইদুল ইসলাম, বিবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক
মোহাম্মদ জুনায়েদ কবির। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন হলের ওয়ার্ডেন সহ সংশ্লিষ্টরা। এছাড়া ভাষা শহীদের প্রতি দোয়া কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষ হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কবিতা আবৃত্তি করে এবং রিদমের অংশগ্রহণে নাটিকা,দলীয় সংগীত ও ভাষা আন্দোলনের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।
0 comments:
Thank you