আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

সেমিস্টার ভেকেশানে ফাঁকা হতে শুরু করেছে আই আই ইউ সি ক্যাম্পাস

আই আই ইউ সি নিউজ ডেস্ক,চট্টগ্রামঃ অবশেষে নানা ঘটনা আর নাটকিয়তার  অবসান ঘটিয়ে শেষ হতে চলেছে আন্তর্জাতিক ইসলামী   বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামের অটাম ২০১৫ সেমিস্টার। একাডেমিক ক্যালেন্ডার অনুসারে ২৯ ফ্রেব্রুয়ারী অফিসিয়ালি শেষ হচ্ছে চলতি সেমিস্টার। ইতিমধ্যে শেষ হয়েছে সেমিস্টার ফাইনাল। ইঞ্জিনিয়ারিং বিভাগ গুলোর ব্যাবহারিক পরীক্ষাও প্রায় শেষ।
.
ইতিমধ্যে নোটিশের মাধ্যমেও মার্চের ১ থেকে ৮ তারিখ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। মার্চের ৯ তারিখ থেকে পুনরায় অফিস কার্যক্রম শুরু হবে। ১২ ও ১৩ ই মার্চ স্পিং ২০১৬ সেমিস্টারের ওরেন্টেশন ক্লাস হবে এবং ১৪ তারিখ থেকে অফিসিয়ালি সব সেমিস্টারের শ্রেনী কার্যক্রম শুরু হবে।
.
পরীক্ষা শেষ হওয়ায় এবং লম্বা ছুটি পেয়ে ইতিমধ্যে ক্যাম্পাসের আবাসিক হল গুলো খালি হতে শুরু করেছে। অনেক শিক্ষার্থী ইতিমধ্যে গ্রামে নিজ বাড়ির উদ্দ্যেশ্যে চলে গেছে।  মূলত সেমিস্টার জুড়ে পরীক্ষা, ক্লাস,ল্যাব ইত্যাদি চাপে জর্জরিত শিক্ষার্থীরা বছরের এ সময়টার জন্য অপেক্ষায় থাকে।

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News