আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

এয়ারটেলে নিয়োগ

Company Name:
Airtel Bangladesh Limited
Job Title:
Executive / Senior Executive
Job Type:
Full Time
Job Category:
Accounting/ Finance
Deadline:
01 Aug,2015
Educational Qualification:
Bachelor’s/Master’s degree from any reputed university; major in Finance
Experience:
1-2 years of relevant experience

Fresher’s are also encouraged to apply

Key Competencies- Knowledge, Skills and Behavior:…………………

Proficiency with MS SQL and MS office

Strategic thinking ability

Ability to work under pressure or stress

Good interpersonal & communication skills

Other Opportunities:
Job Location: Dhaka

Other Benefits
The company offers gratuity, provident fund, LFA, hospitalization and other fringe benefits competitive to the industry and also offers great career growth and a performance driven work environment.

Instruction :
Application Deadline : Aug 1, 2015

Job Detail:
Executive / Senior Executive – Business Planning and Analysis Job Description / Responsibility
Function:
Finance
Reports to:
Head – Business Planning & Analysis

Main Responsibilities………….
Assist DSS (Decision Support System) and BPA (Business Planning and Analysis) team to prepare different analytical reports

Coordinate with marketing, sales and other cross-functional teams to collate data,

compile and prepare reports

Provide input to decision making process

Carry out ad-hoc analysis

Track and monitor financial and business performance against AOP/budget/ forecast

Provide insights to management through analysis

Contribute to budgeting, forecasting and planning process

Analyze viability of product/bundle offers and other business initiatives on both pre and post-facto basis

0 comments:

Thank you

আবহাওয়ার বিপদ সংকেতের এর অর্থ জেনে নিন

১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত :- এর অর্থ বঙ্গোপসাগরের কোন একটা অঞ্চলে ঝড়ো হাওয়া বইছে এবং সেখানে ঝড় সৃষ্টি হতে পারে৷(একটি লাল পতাকা )

২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত :- সমুদ্রে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে৷ …

৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত :- এর অর্থ বন্দর দমকা হাওয়ার সম্মুখীন ৷(দুইটি লাল পতাকা)

৪ নম্বর হুঁশিয়ারি সংকেত :- এর অর্থ বন্দর ঝড়ের সম্মুখীন হচ্ছে, তবে বিপদের আশঙ্কা এমন নয় যে চরম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে৷

৫ নম্বর বিপদ সংকেত :- এর অর্থ হচ্ছে অল্প বা মাঝারী ধরনের ঘূর্ণিঝড়ের কারণে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে এবং ঝড়টি চট্টগ্রাম বন্দরের দক্ষিণ দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে (মংলা বন্দরের বেলায় পূর্ব দিক দিয়ে)৷

৬ নম্বর বিপদ সংকেত :- এর অর্থ হচ্ছে অল্প বা মাঝারী ধরনের ঝড় হবে এবং আবহাওয়া দুযোগপূর্ণ থাকবে৷ ঝড়টি চট্টগ্রাম বন্দরের উত্তর দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে৷ (মংলা বন্দরের বেলায় পশ্চিম দিক দিয়ে)৷

৭নম্বর বিপদ সংকেত :- এর অর্থ অল্প অথবা মাঝারী ধরনের ঘূর্ণিঝড় হবে এবং এজন্য আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে৷ ঘূর্ণিঝড়টি সমুদ্রবন্দরের খুব কাছ দিয়ে অথবা উপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে৷(তিনটি লাল পতাকা)

৮ নম্বর মহাবিপদ সংকেত :- এর অর্থ প্রচণ্ড ঘূর্ণিঝড় হবে এবং বন্দরের আবহাওয়া খুবই দুর্যোগপূর্ণ থাকবে৷ ঝড়টি চট্টগ্রাম বন্দরের দক্ষিণ দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে (মংলা বন্দরের বেলায় পূর্ব দিক দিয়ে)৷

৯ নম্বর মহাবিপদ সংকেত :- এর অর্থ প্রচণ্ড ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে৷ ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দরের উত্তর দিক দিয়ে উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে (মংলা বন্দরের বেলায় পশ্চিম দিক দিয়ে)৷

১০ নম্বর মহাবিপদ সংকেত :- এর অর্থ প্রচণ্ড ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে এবং ঘূর্ণিঝড়টির বন্দরের খুব কাছ দিয়ে অথবা উপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে৷

১১ নম্বর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার সংকেত :- এর অর্থ ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সাথে সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েগিয়েছে এবং স্থানীয় অধিকর্তার বিবেচনায় চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে।

0 comments:

Thank you

প্রতারণার ফাঁদে আই আই ইউ সিয়ান

তৈমুর লং,সিনিয়র রিপোর্টার,আই আই ইউ সি নিউজঃ
গতকাল ২৮/ ০৭ /১৫ মঙ্গলবার পার্মানেন্ট ক্যাম্পাসে ঘটে গেল এক অনাকাঙ্খিত ঘটনা ৷ জনৈক আই আই ইউ সিয়ান ইইই ডিপার্টমেন্টেস ষষ্ঠ সেমিষ্টারের ছাত্র সাগর পড়ে গেলেন এক চোরাবালিতে ৷ প্রতারণায় সর্বশান্ত হয়ে জরিমানা গুনলেন ৯০ হাজার টাকা ৷

ঘটনায় জানা যায় , সাগর নামের ঐ ছাত্র ভাইটির কাছে গত কয়েকদিন থেকে ফোন আসতে থাকে এই মর্মে যে , " উনি লটারীতে অনেক গুলো টাকা পেয়েছেন , তাই এই টাকা উদ্ধার করে আনতে এখন এক লক্ষ টাকা প্রয়োজন ৷ তিনি যেন বিকাশে এই এক লক্ষ টাকা পাঠিয়ে দেন ৷"

মঙ্গলবার সন্ধ্যায় তিনি গেটে অবস্থিত বিকাশ দোকানে এসে টাকা পাঠাতে থাকেন ৷ এক পর্যায়ে দোকানদার টাকা চাইলে তিনি দোকানদারের টাকা
দিতে গরিমসি করতে থাকেন এবং সর্বশেষ নিরুপায় হয়ে দোকানদারকে সব কথা খুলে বলেন ৷ কিন্তু ততক্ষনে সর্বনাশ যা হওয়ার তা হয়ে গেছে  ৷

খবর শুনে হল গুলো থেকে ছাত্ররা এসে দোকানে ভীড় করতে থাকেন ৷ এক পর্যায়ে ওয়ার্ডেন স্যাররা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং বিষয়টি মিমাংসা করার আশ্বাস দেন ৷ আজ বুধবার এই ঘটনার সমাধান করা হয় , এতে সাগর দোকানদারের পাওনা টাকা পরিশোধ করে আপাতত রেহাই পান ৷

প্রিয় আই আই ইউ সিয়ান , এই ধরনের প্রতারক চক্র থেকে সাবধান হউন ৷ আল্লাহ আমাদের সহায় হোন ৷ আমিন।

0 comments:

Thank you

উদ্যোগহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা

অনন্ত আকাশ,এডিটর,আই আই ইউ সি নিউজঃ
বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে যেতে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় একেবারেই উদ্যোগ নেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও কর্মকর্তাদের সঙ্গে
সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে এক বৈঠকের পর এ হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী।

বর্তমানে অনুমোদিত ৮৩টি বেসরকারি এবং পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে ৩৭টি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ফিরতে বেঁধে দেওয়া চতুর্থ দফার সময় আগামী ১৫ সেপ্টেম্বর শেষ হচ্ছে। গত বছরের ২৬ জানুয়ারি সচিবালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন অনিয়ম, মামলা সংক্রান্ত জটিলতা এবং অনিষ্পন্ন বিষয় পর্যালোচনা সভায় মন্ত্রী বলেছিলেন, স্থায়ী ক্যাম্পাসে না গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ওইসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছিলেন মন্ত্রী।

বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসের তথ্য তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি ১৭টি বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে নিজস্ব ক্যাম্পাসে গিয়েছে। ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আংশিক এবং ১৫টি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে অবকাঠামো তৈরি করছে। অন্য বিশ্ববিদ্যালয়গুলো প্ল্যান পাস করেছে। তিনটি বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি বিশ্ববিদ্যালয়গুলো জমি কিনেছে। নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার ব্যাপারে যারা একেবারেই উদ্যোগ নিচ্ছে না, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো- বলেন মন্ত্রী। ব্যবস্থা নিতে গেলেও মামলার কারণে তা আর এগোয় না জানিয়ে মন্ত্রী বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয় মামলা করে আদালতের অনুমতি নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। মামলায় রায় পেলেই এসব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ১৯৭৩ সালের ইউজিসি কাঠামো নিয়ে ২০১৫ সালে এসে কাজ করা যায় না মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, ইউজিসিকে আরও শক্তিশালী করা প্রয়োজন। ইউজিসিকে শক্তিশালী করার পাশাপাশি অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠনের প্রক্রিয়াও শেষের দিকে বলে জানান মন্ত্রী।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের ৬৩ শতাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বলে বৈঠকে জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল
মান্নান। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক স্বল্পতা, পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাব রয়েছে জানিয়ে এগুলোর পড়াশোনার মান কীভাবে আরও বাড়ানো যায় তা নিয়ে আগামী ১৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যদের সঙ্গে ইউজিসি বৈঠক করবে। ওই বৈঠকে নিজস্ব ক্যাম্পাসে না যাওয়াসহ অন্যান্য বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব অরুণা বিশ্বাস ছাড়াও মন্ত্রণালয় এবং ইউজিসি’র কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।....... খবরঃ বাংলা নিউজ২৪

উল্লেখ্য,স্থায়ী ক্যাম্পাসে যাওয়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তালিকায় আছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। চট্টগ্রাম শহর থেকে ২২ কিলোমিটার অদূরে সীতাকুন্ডের কুমিরায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ৪০একর জায়গার উপর প্রতিষ্ঠিত দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে সবচেয়ে বড় ও দৃষ্টিনন্দন আই আই ইউ সি ক্যাম্পাস। এছাড়া এ ক্যাম্পাসের উন্নয়নের কাজ চলমান আছে এবং  ভবিষ্যতে ১৫০ একর মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হবে। ৫টি আবাসিক হল,৪টি একাডেমিক বিল্ডিং,১টি প্রাশাসনিক ভবন,১টি মসজিদ ভবন, ১টি লাইব্রেরী ভবন, ১টি  অডিটোরিয়াম ও শিক্ষক আবাসিক এলাকা সহ খেলার মাঠ, বাস্কেট গ্রাউন্ড,ক্যাফেটেরিয়া,ম্যাডিকেল সেন্টার ইত্যাদি স্থাপনা নিয়ে সুসজ্জিত বর্তমান ক্যাম্পাস।  ইতিমধ্যে আরো একটি নতুন ভবন ও ২টি হলের কাজ শেষ হওয়ার পথে। 

0 comments:

Thank you

"বিয়ে" হোক আত্মার বন্ধন, ঋণের বোঝা নয়

বিয়ে জিনিসটাকে বিভীষিকাময় করে তুলছে -পার্লার, ফটোগ্রাফার আর ইভেন্ট ম্যানেজমেন্টের চেংড়া পোলাপানগুলা। প্রি-ওয়েডিং, পোস্ট-ওয়েডিং, মুখের মধ্যে ময়দা পেইন্টিং - হাবিজাবিবলে নিমিষেই দেড় দুই লাখ গায়েব করে দেয়। হলুদে- টিকাটুলির মোড়ের হল, ঢাকার পোলার স্মার্টনেস নিয়ে, ড্রেস ম্যাচিং করে নাচানাচির ভিডিও ফেইসবুকে আপলোড না করলে আজকাল বিয়েই হয় না।

বিয়ের সময় আসলেই, শো অফ করার একটা অশুভ কম্পিটিশনে নেমে পড়ে সবাই। জীবনে একবারইতো বিয়ে করবি, একটাইতো স্মৃতি, এইটাইতো আমার শেষ নাতির বিয়ে, এইসব বলে ইমোশনাল ব্ল্যাকমেইল করে।সামাজিক প্রেসারে পড়ে বাধ্য হয় ধার দেনা করতে, ব্যাংক থেকে লোণ নিতে। পাঁচ ছয় বছর চাকরি করেও অনেকেই বিয়ের খরচ যোগাতে পারেনা। বিয়ের দিন ঘনিয়ে আসলে শুরু হয় দর কষাকষি - গোল্ড কতটুকু দিবে, আংটি কিন্তু হীরার হইতে হবে, হাতঘড়ি বিদেশ থেকেআনতে হবে। কোন পার্লারে সাজবে, ফটোগ্রাফির কোন প্যাকেজ, কাবিন কত হবে, লেহেঙ্গা কোন দেশ থেকে আনা হবে, শেরওয়ানীর দাম কত হবে, বিয়ের পোগ্রাম কই হবে, কত শত লোক খাবে?প্রোগ্রাম যত বড় হবে, সমাজে মাথা তত উঁচু হবে। ওমুকের ছেলের বিয়ে ওই খানে হইছে, আমার ছেলের বিয়ে তার চাইতে বড় হবে। এইটা আমার ছোট মেয়ে, মহা ধুম ধামে বিয়ে দিব।

দুই মিনিট সময় নিয়ে একটু ভেবে দেখে না - মিডল ক্লাসের একটা ছেলে চাকরি করে বছরে কয় টাকা জমাইতে পারে। বড় জোর এক লাখ টাকা। আর ফ্যামিলি সাপোর্ট করা লাগলে, ছোট ভাই বোনেরপড়ালেখার খরচ দেয়া লাগলে, বছর শেষে ফুটা পয়সাও থাকে না। দুই এক মাসের বাসা ভাড়া বাকি থেকে যায় কারো কারো। মেয়ের বাপের তিল তিল করে সঞ্চয় করা টাকা, ছেলের সিএনজিতে না উঠে লোকাল বাসে করে অফিস গিয়ে বাঁচিয়ে রাখা পয়সা অযথা নষ্ট করবেন না। পয়সা দিয়া, লাইট ক্যামেরা একশন শুনার মাঝে মাঝে যতটুকু সময় পাওয়া যায় তাকে বিয়ের প্রোগ্রাম বলে না, টিভি সিরিয়ালের শুটিং বলে। এই শুটিং, এই শো-অফ করে ফতুর হবার করাল গ্রাস থেকে মিডল ক্লাস মুক্তি পাক। নব্য দম্পতির জীবনের নতুন অধ্যায়টা ব্যাংক লোনের মাসিক কিস্তি বা ফেইসবুকের প্রোফাইল পিকচারেরলাইক সংখ্যার উপর ভর করে নয় বরং একটু আর্থিক সচ্ছলতা নিয়ে শুরু করতে দিন। সাধ্যের বাইরে খরচ করে, অতিরিক্ত শো অফ করে,জামাই-বউকে বিয়ের পরেরদিন বাটি হাতে রাস্তায় নামায় দিবেন না।

সুত্রঃ ইন্টারনেট।

0 comments:

Thank you

Part Time Job available at RANGS SAMSUNG TOSHIBA showrooms only

Part Time Job available at RANGS SAMSUNG TOSHIBA showrooms only
The students only from private and public universities (undergraduate or postgraduate) are invited to help
showroom sales of Samsung & Toshiba branded household electronics and home appliances in Dhaka/
Chittagong/Sylhet/Khulna/Rajshahi only.
Students interested in working from 4:00 pm to 9:00 pm, 5 days a week, on a fixed & commission based
package, are requested to apply with resume & recent photographs.
Please send your resume to recruit.ril@rangs.com within 30th July, 2015.

0 comments:

Thank you

সংক্ষিপ্ত জীবনীঃ মাননীয় ভাইস চ্যান্সেলর, আই আই ইউ সি

অনন্ত আকাশ, এডিটর, আই আই ইউ সি নিউজ  ।। প্রফেসর ড. এ.কে.এম আজহারুল ইসলাম স্যার,মাননীয় ভাইস চ্যান্সেলর। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। শিক্ষকতা জীবনের সূচনা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৬৮ সালের জানুয়ারি মাসে।

১৯৭২ সালে ড. আজহারুল ইসলাম লন্ডন ইউনিভার্সিটির ইম্পেরিয়াল কলেজ অব সায়েন্স এন্ড টেকনোলজি থেকে পদার্থ বিজ্ঞান বিষয়ে পিএইচডি ডিগ্রী লাভ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর, চেয়ারম্যান এবং অনুষদের ডীন হিসাবে দায়িত্ব পালন করেন। প্রফেসর ড. এ.কে.এম. আজহারুল ইসলাম ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রথম পূর্ণ মেয়াদে এবং চ্যান্সেলরের নিয়োগপ্রাপ্ত হয়ে ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত দ্বিতীয় মেয়াদের ২০০৮ সালের ১৫ জানুয়ারী পর্যন্ত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম–এর ভাইস–চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১২সালে তিনি ৩য় বারের ভিসির দায়িত্ত গ্রহণ করেন।

উল্লেখ্য, তিনি ১৯৯৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেটে ভিসি প্যানেলে নির্বাচিত হন। প্রফেসর ইসলাম গত প্রায় ৪৬ বৎসর ধরে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা, গবেষণা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষা উন্নয়নের কাজে নিয়োজিত আছেন। নিজস্ব বিষয়ে শতাধিক গবেষণা প্রবন্ধ ছাড়াও বিজ্ঞান, প্রযুক্তি, ধর্ম ও সমসাময়িক বিষয়ে প্রায় ৭৫টি প্রবন্ধ দেশী ও বিদেশী সাময়িকী ও পত্র পত্রিকায় এবং ১৩টি গ্রন্থ দেশ ও বিদেশে প্রকাশিত হয়েছে। প্রফেসর আজহারুল ইসলাম ‘অতিবাহিতা’ বা superconductivity উপর গবেষণার জন্য ২০০১ সালে ডিসেম্বর মাসে “আন্তর্জাতিক ISESCO science award –২০০১ লাভ করেন। বিদেশে গিয়ে তিনি সম্মাননাসহ পাঁচ হাজার ডলার পুরস্কারও গ্রহণ করে এসেছেন। তিনিই বাংলাদেশীদের মধ্যে প্রথম বিজ্ঞানী যিনি প্রথম এই পুরস্কার লাভ করেন। ৫৭টি। বিভিন্ন দেশের আন্তর্জাতিক সংস্থা প্রতি বছর ৫টি বিষয়ে ১ জন বিজ্ঞানীকে এই পুরস্কার দিয়ে।থাকে। 

এছাড়া প্রফেসর আজহারুল ইসলাম তাঁর গবেষণামূলক মৌলিক কাজ–এর জন্য ল বিজ্ঞানে “বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পুরস্কার ১৯৯৭’’ এবং প্রেসিডেন্ট কর্তৃক ‘‘বাংলাদেশে একাডেমী অব সায়েন্সেস–এর গোল্ড মেডেল’’ লাভ করেন। ইতোপূর্বে ১৯৬৭–৬৮ সালে সার্বিকভাবে বিবেচিত পাকিস্তানের তৎকালীন পাকিস্তান প্রেসিডেন্টের সর্বোচ্চ পুরস্কার, গোল্ড মেডেলসহ অন্যান্য পুরস্কার লাভ করেন। তিনি লণ্ডনের ইনস্টিটিউট অব ফিজিক্স–এর ফেলো, ইতালিস্থ অউক–এর এসোসিয়েট ও পরবর্তীতে সিনিয়র ফেলো হিসেবে ১২ বছর কাজ করেছেন। এ ছাড়াও তিনি বাংলাদেশে একাডেমী অব সায়েন্সেস–এর নির্বাচিত ফেলো এবং বাংলা একাডেমির জীবন–সদস্য।
ড. এ.কে.এম আজহারুল ইসলাম

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News