আই আই ইউ সি ক্যাম্পাসের প্রশংসা করলেন কনফারেন্স স্পীকারবৃন্দ
অনন্ত আকাশ, এডিটর, আই আই ইউ সি নিউজঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে আয়োজিত ২ দিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স ICISET 16 শেষ হল আছ। কনফারেন্সে দেশী বিদেশী প্রায় ১৮ টি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও রিসার্চারগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন সেশনে প্রবন্ধ উপস্থাপনের ফাঁকে তাঁরা প্রশংসা করেন ভার্সিটির মনোরম সৌন্দর্য্যের।
.
কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী আইআইইউসি ক্যাম্পাস সম্পর্কে বলেন, আমি এই প্রথমবার আইআইইউসি ক্যাম্পাসে এসে মুগ্ধ হয়েছি। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির নির্জনতায় গড়ে ওঠা এমন সুপরিকল্পিত ক্যাম্পাস, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর খুব কমই আছে। এই মনোরম পরিবেশে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়টি আগামীতে শিক্ষা ও নতুন জ্ঞানের আধার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
.
আজ কনফারেন্সের ২য় দিন ২য় প্লেনারি সেশনে মানারাত ইন্টারনেশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি ড. চৌধুরী মাহমুদ হাসান তাঁর বক্তব্যের শেষে বলেন আই আই ইউ সি ক্যাম্পাস তাঁর দেখা দেশের সবচেয়ে বড় প্রাইভেট ভার্সিটি ক্যাম্পাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশে আর যে সব ভার্সিটি প্রাকৃতিক ভাবে দৃষ্টিনন্দন, তার মধ্যে আই আই ইউ সি একটি। তিনি ভার্সিটি অথরিটিকে আউটার ক্যাম্পাসগুলোকে মূল ক্যাম্পাসে নিয়ে আসায় ধন্যবাদ দেন এবং শিক্ষার মান উন্নয়নে কাজ করতে অনুরোধ করেন।
.
একই দিন বিকেলে ৩য় প্লেনারি সেশনে কানাডার ইউনিভার্সিটি অব ক্যালগনির ইলেকট্রিকাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর সহকারী প্রধান ড. আনিস হক তাঁর বক্তব্য শেষে আই আই ইউ সির সেন্ট্রাল অডিটোরিয়াম, লাইব্রেরী, ছাত্রাবাস, মসজিদ সহ অন্যান্য অবকাঠামোর প্রশংসা করেন।
Best Complements
ReplyDelete