জাতীয় শোক দিবস উদযাপন
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ দেলাওয়ার হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর যাদুময় নেতৃত্ব জাতিকে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আইআইইউসি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ দেলাওয়ার হোসেন এ কথা বলেন। আইআইইউসি’র ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন আইআইইউসি’র রেজিস্ট্রার ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা স্কোয়াড্রন লীডার
(অবঃ) মুহাম্মদ নূরুল ইসলাম। এ আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউআরসি পরিচালক ড. বি এম মফিজুর রহমান, পিপিডি’র ভারপ্রাপ্ত পরিচালক মহিউদ্দিন হোসাইন এবং.এসডিএসডব্লিউডি’র উপ-পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান। স্বাগতঃ বক্তব্য রাখেন স্টুডেণ্ট এ্যাফেয়ার্স ডিভিশনের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন অতিরিক্ত পরিচালক চৌধুরী গোলাম মাওলা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ দেলাওয়ার হোসেন বলেন, এ দেশের স্বাধীনতা অর্জনের জন্য প্রথমেই এবং বারবার যে নামটি উচ্চারিত হবে তা হল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। তাঁর অতুলনীয় রাজনৈতিক প্রজ্ঞা ছিল বলে তিনি উল্লেখ করেন। বিশেষ অতিথির বক্তব্যে আইআইইউসি’র রেজিস্ট্রার বিশিষ্ট মুক্তিযোদ্ধা স্কোয়াড্রন লীডার (অবঃ) মুহাম্মদ নূরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দাসত্ব থেকে মুক্ত.হয়েছিলাম। মুক্তিযোদ্ধা এবং বিমান বাহিনীর কর্মকর্তা হিসাবে বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখার কিছু টুকরো স্মৃতি আলোকপাত করে তিনি বলেন, বঙ্গবন্ধু অনেক বড় হৃদয়ের মানুষ
ছিলেন। সভাপতির বক্তব্যে ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী বলেনnএকটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পরও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিভেদের রাজনীতি করেন.নি। তিনি জাতিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। তিনি কোন নির্দিষ্ট দলের নেতা নন,.তিনি জাতির নেতা। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর রূহের মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
(মোসতাক খন্দকার)
সহকারী পচিালক, জনসংযোগ
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
0 comments:
Thank you