আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

জীবনীঃ প্রফেসর ডঃ আব্দুল্লাহ ওমর নেসেফঃ মাননীয় চেয়ারম্যান,আই ইউ সি টি ট্রাস্ট

অধ্যাপক ডঃ আব্দুল্লাহ ওমর নেসেফ, মাননীয় চেয়ারম্যান, ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ট্রাস্ট।  সাবেক ডেপুটি স্পিকার, মজলিস-সূরা শূরা (সৌদি জাতীয় সংসদ)। অধ্যাপক ডঃ আব্দুল্লাহ ওমর নেসেফ একজন সৌদি রসায়নবিদ এবং ভূবিজ্ঞানী। যুক্তরাজ্যের  লিডস বিশ্ববিদ্যালয় থেকে Ph.D ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, এবং হিসাবে কাজ করছেন।  তিনি ১৯৫৬ সালে সৌদি আরব বয়েজ স্কাউট এ যোগ দেন এবং বর্তমামে এসোসিয়েশন এর প্রধান স্কাউট হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া তিনি বিশ্ব মুসলিম কংগ্রেসের চেয়ারম্যান, সাম আল-নুর ট্রাস্টের প্রতিষ্ঠাতা বোর্ডের চেয়ারম্যান এবং  মুসলিম ওয়ার্ল্ড লীগের সাবেক সাধারণ সম্পাদক।

১৯৮৩ সালে তিনি বিশ্বের স্কাউটিং ও জনসেবার মনোবৃত্তি ব্যতিক্রমী সেবা জন্য বিশ্ব স্কাউট কমিটি কতৃক ব্রোঞ্জ উলফ পদে ভূষিত হন।  প্রকৃতপক্ষে, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর এ পর্যন্ত উন্নয়ন সম্ভব হত না যদি দেশ-বিদেশের মাননীয় পৃষ্ঠপোষকদের, বিশেষ করে মহামান্য অধ্যাপক ড আব্দুল্লাহ ওমর নেসেফের গভীর ও আন্তরিক সমর্থন না পেত।

তথ্য সূত্রঃ উইকিপিডিয়া ও  অফিসিয়াল ওয়েব সাইট,আই আই ইউ সি।
অনুবাদকঃ অনন্ত আকাশ,এডিটর,আই আই ইউ সি নিউজ।

2 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News