জীবনীঃ প্রফেসর ডঃ আব্দুল্লাহ ওমর নেসেফঃ মাননীয় চেয়ারম্যান,আই ইউ সি টি ট্রাস্ট
অধ্যাপক ডঃ আব্দুল্লাহ ওমর নেসেফ, মাননীয় চেয়ারম্যান, ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ট্রাস্ট। সাবেক ডেপুটি স্পিকার, মজলিস-সূরা শূরা (সৌদি জাতীয় সংসদ)। অধ্যাপক ডঃ আব্দুল্লাহ ওমর নেসেফ একজন সৌদি রসায়নবিদ এবং ভূবিজ্ঞানী। যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে Ph.D ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, এবং হিসাবে কাজ করছেন। তিনি ১৯৫৬ সালে সৌদি আরব বয়েজ স্কাউট এ যোগ দেন এবং বর্তমামে এসোসিয়েশন এর প্রধান স্কাউট হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া তিনি বিশ্ব মুসলিম কংগ্রেসের চেয়ারম্যান, সাম আল-নুর ট্রাস্টের প্রতিষ্ঠাতা বোর্ডের চেয়ারম্যান এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের সাবেক সাধারণ সম্পাদক।
১৯৮৩ সালে তিনি বিশ্বের স্কাউটিং ও জনসেবার মনোবৃত্তি ব্যতিক্রমী সেবা জন্য বিশ্ব স্কাউট কমিটি কতৃক ব্রোঞ্জ উলফ পদে ভূষিত হন। প্রকৃতপক্ষে, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর এ পর্যন্ত উন্নয়ন সম্ভব হত না যদি দেশ-বিদেশের মাননীয় পৃষ্ঠপোষকদের, বিশেষ করে মহামান্য অধ্যাপক ড আব্দুল্লাহ ওমর নেসেফের গভীর ও আন্তরিক সমর্থন না পেত।
তথ্য সূত্রঃ উইকিপিডিয়া ও অফিসিয়াল ওয়েব সাইট,আই আই ইউ সি।
অনুবাদকঃ অনন্ত আকাশ,এডিটর,আই আই ইউ সি নিউজ।
it's really awesome
ReplyDeleteit's really innovative..
ReplyDelete