দাওয়াহ ডিপার্টমেন্টের আমিনুল হক স্যারের পি.এইচ.ডি ডিগ্রী অর্জন
রাসেল হোসেন নিজস্ব সংবাদদাতা,আই আই ইউ সি নিউজঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অন্যতম বিভাগ "দাও'য়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট" এর সহযোগী অধ্যাপক আমিনুল হক স্যার ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে পি.এইচ.ডি ডিগ্রী অর্জন করেছেন। তাঁর পি.এইচ.ডির বিষয় ছিল,"কোর'আনিক সংলাপঃইসলামী দাওয়াহর ক্ষেত্রে এর প্রভাব"।
.
ইবির থিওলজী অনুষদের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. অলী উল্যাহ র অধীনে “কুরআনিক সংলাপ: ইসলামী দাওয়াহর ক্ষেত্রে এর প্রভাব“ শিরোনামে অভিসন্দর্ভটি সম্পন্ন করা হয়। গতকাল শুক্রবার অনুষ্ঠিত ইবির সিন্ডিকেট সভায় পিএইচডি ডিগ্রী অনুমোদিত হয়। তাঁর পি এইচ ডি সুপারভাইজার ছিলেন প্রফেসর ড. অলী উল্যাহ।
.
উল্লেখ্য, কিং আব্দুল আজীজ ইউনিভার্সিটি জেদ্দায় তাঁর আরেকটি পিএইচডি কর্ম চলমান আছে। বাংলাদেশের স্কুল শিক্ষা ব্যবস্থার ওপর এ গবেষণা কর্মও যেন সফলতার সাথে শেষ করতে পারেন সে জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। নিজের এ সাফল্যের প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে নিজের আত্মীয় স্বজন,শিক্ষক ও বাবা মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি প্রফেসর আমিনুল বলেন "আমার কর্মস্থল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কর্তৃপক্ষ আমাকে বাংলাদেশের ডিগ্রীর পাশাপাশি বিদেশের ডিগ্রী অর্জনের পথ সুগম করে দিয়েছে। আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন।"
.
স্যারের এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন তাঁর নিজ ডিপার্টমেন্ট সহ বিভিন্ন ক্লাবের শিক্ষার্থীরা। আই আই ইউ সি দাওয়া ক্লাবের সদস্য মুন্নাজ্জির আহমেদ জানান, স্যারের এ সাফল্যে আমরা গর্বিত ও অনুপ্রানিত।
আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাই, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আমিনুল হককে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন! আল্লাহর অশেষ মেহেরবানী, মাতা-পিতার দোআ আর কঠোর পরিশ্রমে আমিনুল হক ডাবল পিএইচডি করে অসাধারণ কৃতিত্বের নজির স্থাপন করছে। আমরা তার উত্তরোত্তর উন্নতি কামনা করি ও সকলের দোআ চাই।
ReplyDeleteCongratulations! Please pray for his progress and success in the worldly life and hereafter.