কানাডার ক্যাপ ব্রিটন ইউনিভার্সিটির সাথে আই আই ইউ সির চুক্তি সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি, আই আই ইউ সি নিউজ,চট্টগ্রামঃ কানাডার কেপ ব্রেইটন বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পাদিত চুক্তির অংশ হিসেবে গত ২৯শে ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়
চট্টগ্রামের সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ভিউ একচেঞ্জ সেমিনার। উক্ত
সেমিনারে কী- নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন কেপ ব্রেইটন
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রিক্রুটমেন্ট বিভাগের ম্যানেজার মিস্টাএ ব্রিট
ম্যাক লিন। আলোচনার পাশাপাশি কানাডায় ক্রেডিট ট্রান্সফার সহ বিভিন্ন
বিষয়ে শিক্ষার্থীদের সরাসরি প্রশ্নের উত্তর দেন কানাডার এ প্রতিনিধি।
বেলা ১২:৩০ মিনিট থেকে আই আই ইউ সির সেন্ট্রাল অডিটোরিয়ামে তিনি অংশ নেন এক ভিউ এক্সচেঞ্জ প্রোগ্রামে ৷ ক্যাম্পাস চিপ এবং ভারপ্রাপ্ত প্রোভিসি প্রফেসর ডঃ দেলোয়ার হোসাইন স্যারের উপস্থিতিতে তিনি তার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন ৷ সর্বশেষ ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ৷
এর আগে সকালে মিস্টার ব্রিট্ট ম্যাকলিন তার বিশ্ববিদ্যালয়ের সাথে আইআইইউসি'র একটি চুক্তিপত্র বিনিময় করে ৷ এতে আইআইইউসি'র ভিসি প্রফেসর ডঃ এ কে এম আজহারুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ৷
উল্লেখ্য , এখন থেকে আইআইইউসি'র ছাত্র ছাত্রীরা স্নাতক / স্নাতোকত্তোর লেভেলে "ক্যাপ ব্রিটন ইউনিভার্সিটি , কানাডা" এর সাথে ক্রেিডট ট্রান্সফার করতে পারবেন এবং নির্দিষ্ট ক্রেডিট ক্যাপ ব্রিটনে শেষ করে কানাডিয়ান ডিগ্রী অর্জন করতে পারবেন ৷ এই চুক্তির ফলে পাশ্চাত্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত আইআইইউসিয়ানদের IELTS/ GRE/GMAT করতে হবে না ৷ আগ্রহী ছাত্র ছাত্রীগন পার্ট টাইম জব করতে পারবেন ৷
বেলা ১২:৩০ মিনিট থেকে আই আই ইউ সির সেন্ট্রাল অডিটোরিয়ামে তিনি অংশ নেন এক ভিউ এক্সচেঞ্জ প্রোগ্রামে ৷ ক্যাম্পাস চিপ এবং ভারপ্রাপ্ত প্রোভিসি প্রফেসর ডঃ দেলোয়ার হোসাইন স্যারের উপস্থিতিতে তিনি তার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন ৷ সর্বশেষ ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ৷
এর আগে সকালে মিস্টার ব্রিট্ট ম্যাকলিন তার বিশ্ববিদ্যালয়ের সাথে আইআইইউসি'র একটি চুক্তিপত্র বিনিময় করে ৷ এতে আইআইইউসি'র ভিসি প্রফেসর ডঃ এ কে এম আজহারুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ৷
উল্লেখ্য , এখন থেকে আইআইইউসি'র ছাত্র ছাত্রীরা স্নাতক / স্নাতোকত্তোর লেভেলে "ক্যাপ ব্রিটন ইউনিভার্সিটি , কানাডা" এর সাথে ক্রেিডট ট্রান্সফার করতে পারবেন এবং নির্দিষ্ট ক্রেডিট ক্যাপ ব্রিটনে শেষ করে কানাডিয়ান ডিগ্রী অর্জন করতে পারবেন ৷ এই চুক্তির ফলে পাশ্চাত্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত আইআইইউসিয়ানদের IELTS/ GRE/GMAT করতে হবে না ৷ আগ্রহী ছাত্র ছাত্রীগন পার্ট টাইম জব করতে পারবেন ৷
0 comments:
Thank you