" ইটিই'র ইফতার মাহফিল ও রমাদানের তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্টিত "
ছাত্রীদের ইফতারঃ আয়োজকদের অব্যবস্থাপনা
ফিমেল সেকশন প্রতিনিধিঃ আই আই ইউ সির ফিমেল একাডেমিক বিল্ডিং এ আজ হয়ে গেল ছাত্রীদের ইফতার প্রোগ্রাম। ফিমেল সেকশনের প্রথম ইফতার হওয়ার অনেক প্রত্যাশা নিয়ে ইফতারে ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। কিন্তু ইফতার এর সময় পর্যাপ্ত ইফতারের ব্যবস্থা না করায় অনেক রোজাদার ছাত্রী ইফতার বঞ্চিত হন। এ বিষয়ে ছাত্রীরা ক্যাম্পাস চীপ স্যারকে অবহিত করলেও উনার মন্তব্য শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। নিজেদের ক্ষোভ প্রকাশ করতে ছাত্রীরা অনেকেই জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মত একটা প্রতিষ্ঠানে ইফতারের মত পবিত্র বিষয় নিয়ে এমন অবহেলা আর অব্যবস্থাপনা দুঃখজনক। এমন অবস্থায় পড়ে দাওয়াত পেয়ে ইফতারে আসা ছাত্রীরা চরম হতাশ হয়ে সন্ধ্যার পর ফিরে গেছেন।
.
ভবিষ্যতে কতৃপক্ষ ইফতার আয়োজনে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়,সেদিকে অথরিটি সচেতন থাকবে, এমনটাই সবার কাম্য। উল্লেখ্য, সীতাকুন্ডে আই আই ইউ সির মেইল সেকশনে প্রতিদিন ইফতার আয়োজন থাকলেও সেখানে তেমন কোন অব্যবস্থাপনা নেই। সবগুলো প্রোগ্রামই সফলভাবে হচ্ছে। তাহলে ফিমেল সেকশনে কেন এমন অবহেলা বা অব্যবস্থাপনা ??
"আইআইইউসি বিজনেস ক্লাব কর্তৃক ফ্রিল্যান্সিং কর্মশালা, নবীন বরণ-পুরাতনদের বিদায় এবং বনবন্ধুর সংবর্ধনা"
আইআইইউসি বিজনেস ক্লাব কুমিরা সেকশনের উদ্যোগে আজ অনুষ্ঠিত হয়েছে একের ভিতর ছয় ফরম্যাটের দিনব্যাপী অনুষ্ঠানমালা।
নবীন বরণ, পুরনোদের বিদায়, গত সেশনের ক্লাব কমিটির দায়িত্ব হস্তান্তর ও
নতুন কমিটির দায়িত্ব গ্রহণ, প্রফেসর ড. শেখ সিরাজুল ইসলাম স্যারের
সংবর্ধনা, এবং অন্যতম আকর্ষণ ফ্রিল্যান্সিং কর্মশালা।
.
বিজনেস
ক্লাব প্রেসিডেন্ট সহযোগী অধ্যাপক মোহাম্মদ রকিবুল কবির স্যারের সভাপতিত্বে
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের মান্যবর প্রোভিসি(চলতি
দায়িত্ব) প্রফেসর ড. দেলাওয়ার হোসেন স্যার।
পবিত্র কোরআন থেকে
তেলায়তের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিবিএ
কুমিরা সেকশনের কোঅর্ডিনেটর সহযোগী অধ্যাপক মোহাম্মদ জোনায়েদ কবির স্যার,
প্রফেসর মুহাম্মদ ড. ইউনুস স্যার, প্রফেসর ড. শেখ সিরাজুল ইসলাম স্যার,
বিজনেস ক্লাব বিদায়ী প্রসিডেন্ট সহকারী অধ্যাপক মারুফ উল্লাহ স্যার।
"অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছেন বিশ্ববিদ্যালয়ের মান্যবর
প্রোভিসি(চলতি
দায়িত্ব) প্রফেসর ড. দেলাওয়ার হোসেন স্যার।"
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিজনেস ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. ফরিদ আহমেদ সোবহানী স্যার।
.
বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী এবং নবীনদের করণীয় সম্পর্কে বিভিন্ন বিষয়ে
দিক নির্দেশনা প্রদান করেন যাতে করে তাঁরা সকলেই নিজ নিজ কর্মক্ষেত্রে
সাফল্য লাভ করেন। এছাড়া দেশেবিদেশের আইআইইউসিয়ান বিভিন্ন সাফল্যগাঁথা তুলে
ধরে নবীন-বিদায়ী সকলকে অনুপ্রেরণা দেন যাতে করে তাঁরা শুধু দেশে নয় বরং
সারা বিশ্বে তাঁদের কর্মক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
.
এর আগে আনুষ্ঠানিক ভাবে বিজনেস ক্লাবের নতুন কমিটির নিকট আনুষ্ঠানিক ভাবে
দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির প্রেসিডেন্ট সহকারী অধ্যাপক মোঃ
মারুফ উল্লাহ। নতুন কমিটির পক্ষে মোহাম্মদ রাকিবুল কবির স্যার দায়িত্ব
গ্রহণ করেন যার অনুমোদন করেন ফ্যাকাল্টি ডীন প্রফেসর ড. ফরিদ সোবহানী
স্যার।
অন্যতম আকর্ষণ ছিল প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্ত
প্রফেসর ড. শেখ সিরাজুল ইসলাম স্যারের সংবর্ধনা। উক্ত সংবর্ধনার সঙ্গে
সঙ্গে স্যারকে বনবন্ধু উপাধিতে আনুষ্ঠানিক ভাবে ভূষিত করা হয়।
.
সর্বশেষ আয়োজন ছিল সম্ভাবনাময় ফ্রিল্যান্সিং বিষয়ক কর্মশালা। যেখানে
ফ্রিল্যান্সিং এর বর্তমান এবং ভবিষ্যত নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
এছাড়া এই খাতে আয় এবং বেকারত্ব দূর করতে এবং নিশ্চিত ও স্বাধীনভাবে আয়ের
বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়।
সবশেষে ধন্যবাদ জ্ঞাপন ও বিজনেস ক্লাবের আসন্ন কর্মসূচি সম্পর্কে বিশেষ ঘোষণার মাধ্যমে শেষ হয় দিনের কার্যক্রম সমূহ।
"অতিথিদের সাথে বিদায় DBA এর Autumn 2015 ছাএবৃন্দ"
অর্থনীতি এবং ব্যাংকিং ডিপার্টমেন্টের EB CLUB এর উদ্যোগে "GRE " শীর্ষক সেমিনার:
অর্থনীতি এবং ব্যাংকিং ডিপার্টমেন্টের EB CLUB এর উদ্যোগে চট্রগ্রামের GRE সেন্টারের সার্বিক সহযোগীতায় গতকাল কুমিরাস্থ আই আই ইউ সির সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজন করা হয় এক GRE ও USA তে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনারের। পাঁচ শতাধিক ছাত্রের উপস্থিতে বিকাল ২:০০ টায় অনুষ্ঠানটি বিজন শাহরিয়ার এবং অনিমেষ দে’ র উপস্থিতে শুরু হয়।
.GRE সম্পর্কে যাবতীয় ধারণাসহ এর প্রস্তুতি সম্পর্কে কথা বলেন এবং USA থেকে স্কাইপি’তে সরাসরি পশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
GRE পরিক্ষার কোন সিলেবাস যে নেই সেই সম্পর্কে কথা বলেন বক্তারা। যুক্তরাষ্ট্রের একটা ইউনিভার্সিটির পি এইচ ডি গবেষক স্কাইপেতে সরাসরি ছাত্রদের সাথে যোগদেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বক্তারা ছাত্রদেরকে কনফিডেন্স বাড়ানোর জন্য উৎসাহ প্রদান করেন।
.
উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন অর্থনীতি এবং ব্যাংকিং ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ, লেকচারেরদের মধ্যে উপস্থিত ছিলো জসিম উদ্দিন,রফিকুল ইসলাম এবং হারুন উর রশিদ। সেমিনারটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন অর্থনীতি এবং ব্যাংকিং ডিপার্টমেন্টের লেকচারার জোবায়ের আহমেদ স্যার।
.
লিখা:
তানভীরুল ইসলাম
ডিপার্টমেন্ট অফ ইবি।
0 comments:
Thank you