বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার সরকারি বৃত্তি
অস্ট্রেলিয়ায় মাস্টার্স পড়ার জন্য বাংলাদেশী শিক্ষার্থীদেরকে স্কলারশীপ দেয়া হবে। পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে অস্ট্রেলিয়া সরকার সম্পূর্ণ মেধার ভিত্তিতে এ স্কলারশীপ দিবে। নির্বাচিত শিক্ষার্থী দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট কিছু বিষয়ে মাস্টার্স কোর্স পড়তে পারবে। রাউন্ড-ট্রিপ এয়ার টিকেট, টিউশন ফি, আবাসন ভাতাসহ শিক্ষার্থীর যাবতীয় খরচ কর্তৃপক্ষ বহন করবে। আবেদন করার শেষ তারিখ ১৮ নভেম্বর, ২০১৬।
বিষয়:
- ফিজিক্যাল এন্ড বায়োলজিকাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং
- আরবান প্ল্যানিং এন্ড ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট
- ফাইন আর্টস (ফ্যাশন, ফিল্ম, স্ক্রিন অ্যানিমেশন, মিউজিক)
- কালচারাল হেরিটেজ এন্ড প্রিজার্ভেশন
কোর্স লেভেল: মাস্টার্স কোর্স করার জন্য এ স্কলারশীপ দেয়া হবে।
বর্ণনা:
- রাউন্ড ট্রিপ এয়ার-টিকেট
- আবাসন ভাতা
- সকল টিউশন ফি
- অভ্যন্তরীণ যাতায়াত ভাতা
- স্বাস্থ্য ভাতা
এ ছাড়া নাগরিক জীবনে সাধারণত প্রয়োজনীয় সকল সুবিধা এ স্কলারশীপের অন্তর্ভুক্ত।
যোগ্যতা:
- আগ্রহী শিক্ষার্থীর মাস্টার্স কোর্সে আবেদন করার জন্য সাধারণত প্রয়োজনীয় সকল যোগ্যতা থাকতে হবে।
- তৃতীয় বিভাগ ফলাফল গ্রহণযোগ্য হবে না।
- জুন, ২০১৭ তে আবেদনকারী প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর পূর্ণ হতে হবে।
- বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
- বিবাহিত হওয়া চলবে না।
- সেনা কর্মকর্তা আবেদন করতে পারবে না।
- অস্ট্রেলিয়ার নাগরিক অথবা অস্ট্রেলিয়ায় বসবাসের জন্য ভিসা আবেদন করেছে এমন কেউ আবেদন করতে পারবে না।
ভাষাগত যোগ্যতা: আগ্রহী শিক্ষার্থীকে আইএলটিএস অথবা টোফেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আইএলটিএস এর ক্ষেত্রে ন্যুনতম ৬.৫ স্কোর অর্জন করতে হবে। টোফেল-এ পেপার বেজ্ড পরীক্ষায় ন্যুনতম ৫৮০ ও কম্পিউটার বেজ্ড পরীক্ষায় ন্যুনতম ২৩৭ স্কোর অর্জন করতে হবে।
নির্বাচন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই করার পর প্রাথমিকভাবে নির্বাচিত সীমিত সংখ্যক শিক্ষার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। মৌখিক ও লিখিত পরীক্ষার পর চুড়ান্তভাবে নির্বাচন করা হবে।
0 comments:
Thank you