আই আই ইউ সি টেলিকম ক্লাবের উদ্যোগে CCNA সেমিনার
ইটিই প্রতিনিধি,আই আই ইউ সি নিউজ ঃ CCNA (Cisco Certified Network Associate) শীর্ষক সেমিনার আয়োজিত হলো ইটিই ডিপার্টমেন্টে।
ইটিই ডিপার্টমেন্টের ক্লাব "টেলিকম ক্লাব" এর আয়োজনে গত ৮ আগষ্ট, ২০১৫ রোজ শনিবার বেলা ২ টা থেকে ডিপার্টমেন্টের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ইটিই ডিপার্টমেন্টের হেড ইঞ্জিঃ আব্দুল গফুরের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে উদ্বোধনি বক্তব্য রাখেন টেলিকম ক্লাবের প্রেসিডেন্ট এবং ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ইঞ্জিঃ আবু রিদোয়ান মোঃ ফয়সাল। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডঃ দেলোয়ার হোসেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি ডিপার্টমেন্টের এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীদের যোগ্যতাকে আরো বৃদ্ধি করতে টেলিকম ক্লাবকে এরকম আয়োজন অব্যাহত রাখার আহবান জানান।
"CCNA" নিয়ে আয়োজিত এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন BSRM এর আইটি ইনফ্রাসট্রাক্টর এন্ড সাপোর্ট ডিভিশনের টিম মেম্বার এবং আইটি অফিসার জনাব নুর সাকিবুল হুদা। প্রধান বক্তা তার বক্তব্যে CCNA কি,কেন, কিভাবে একজন Cisco Certified Network Associate হতে হবে এবং ক্যারিয়ার গড়তে এর কি প্রয়োজন রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনার পরিচালনার সম্মাননাস্বরূপ জনাব নুর সাকিবুল হুদাকে টেলিকম ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। সেমিনারে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ইটিই ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ইঞ্জিঃ মোজাহেরুল ইসলাম।
ইটিই ডিপার্টমেন্টের হেড ইঞ্জিঃ আব্দুল গফুরের সভাপতির বক্তব্যের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।
0 comments:
Thank you