আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

অনার্স পড়ার জন্য শ্রীলংকার প্রেসিডেন্ট স্কলারশীপ

শ্রীলংকার বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ার জন্য বাংলাদেশী শিক্ষার্থীদেরকে ‘প্রেসিডেন্ট স্কলারশীপ’ দেয়া হবে। আগ্রহী শিক্ষার্থীদেরকে ২৭ সেপ্টেম্বর বিকাল পাঁচটার মধ্যে আবেদন করতে বলা হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবেদন পত্র চাহিত সকল তথ্য ও কাগজপত্র সহ উপ-সচিব (বৃত্তি), রুম নং-১৭০৬, ভবন নং-০৬, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর প্রেরণ করতে হবে।
বিষয়: বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিজের যোগ্যতা ও পছন্দ অনুযায়ী মেডিকেল, ডেন্টাল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ব্যতীত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে আছে এমন সকল বিষয়ে পড়তে পারবে।
কোর্স লেভেল: আন্ডারগ্রাজুয়েট/সম্মান
যোগ্যতা:
  • ৩০ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে প্রার্থীর বয়স ২৫ বছরের কম হতে হবে।
  • ১২ বছর মেয়াদী মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য হতে হবে।
  • টোফেল পরীক্ষায় ন্যুনতম ৫২৫ ও আইএলটিএস পরীক্ষায় ন্যুনতম ৬.০ স্কোর অর্জন করতে হবে।
  • শ্রীলংকার নাগরিকত্ব আছে এমন কোন শিক্ষার্থী আবেদন করতে পারবে না।
বৃত্তির বর্ণনা:
  • সকল টিউশন ও রেজিস্ট্রেশন ফি
  • আবাসনের যাবতীয় ব্যয়
  • বিমান টিকেট
  • হোস্টেল সুবিধা
  • চিকিৎসা ভাতা
প্রয়োজনীয় কাগজপত্র:
  • জন্ম সনদ
  • সকল একাডেমিক ট্রান্সক্রীপ্ট
  • আইএলটিএস/টোফেল নম্বরপত্র
  • পাসপোর্টের ডাটা পেজের সত্যায়িত ফটোকপি। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে এক বছর বাকী থাকতে হবে।
  • মেডিকেল সনদ
  • পুলিশ রিপোর্ট
  • সকল ডকুমেন্ট ইংরেজীতে হতে হবে। যেগুলো বাংলায় সেগুলো ইংরেজীতে অনুবাদ করে সত্যায়িত কপি জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া:
  • আগ্রহী প্রার্থীকে বৃত্তির আবেদন পত্র ও তার সাথে সংযুক্ত চেক লিস্ট অনুযায়ী আবেদন করতে হবে।
  • শিক্ষার্থীকে মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য বিবরণী ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট কাগজপত্রসহ বৃত্তির আবেদন জমা দিতে হবে।
  • আবেদনপত্রের সাথে সংযুক্ত কাগজপত্র গুলোর একটি তালিকা প্রদান করতে হবে।
  • অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়।
  • শিক্ষা মন্ত্রণালয়ের বৃত্তি সংক্রান্ত কমিটি প্রার্থীদের প্রাথমিক বাছাই চুড়ান্ত করবে।
আবেদন পত্র ডাউনলোড ও স্কলারশীপ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন। এছাড়া বাংলাদেশ ও শ্রীলংকার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News