মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আইআইইউসি'র দ্বিপক্ষীয় সহযোগিতা মূলক চুক্তি
আই আই ইউ সি নিউজ ডেস্ক,২রা মার্চঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাথে মালয়েশিয়ান দুটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে খুব শীঘ্রই সম্পাদিত হতে যাচ্ছে দ্বিপক্ষীয় সহযোগিতা মূলক চুক্তি অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয় গুলো হচ্ছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া(IIUM) এবং অন্যটি হচ্ছে ইউনিভার্সিটি সেইন ইসলাম মালয়েশিয়া (USIM)। IIUM বিশ্বব্যাপী সমাদৃত একটি উল্ল্যেখযোগ্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং USIM হচ্ছে মালয়েশিয়ার অন্যতম স্বনামধন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয়।
চুক্তি সম্পাদন অনুষ্ঠানে অংশগ্রহণের ইতিমধ্যেই মালেশিয়ার উদ্দেশে যাত্রা করেছেন আইআইইউসি প্রতিনিধিবৃন্দ, যার নেতৃত্বে রয়েছেন ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এর ডীন প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী স্যার। তাছাড়া IIUM-এ পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য প্রারম্ভিক যাবতীয় প্রক্রিয়া সম্পাদনের জন্য ড. সোবহানীর সঙ্গে রয়েছেন আইআইইউসি'র চারজন শিক্ষক এবং দুইজন কর্মকর্তা। শিক্ষকবৃন্দ হলেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, সহযোগী অধ্যাপক, ইংরেজি ভাষা ও সাহিত্য; জনাব মোহাম্মদ তৌফিকুর রহমান রবিন, সহকারী অধ্যাপক, মার্কেটিং; জনাব মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরি, সহকারী অধ্যাপক, ম্যাথমেটিকস; জনাব মোঃ মনজুর হোসাইন পাটোয়ারী, সহকারী অধ্যাপক, আইন বিভাগ। কর্মকর্তারা হলেন SDSWD এর অতিরিক্ত পরিচালক জনাব মোঃ মাহফুজুর রহমান এবং অতিরিক্ত পরিচালক মিস ফারহানা ইয়াসমিন চৌধুরি। অন্যদিকে ভিসি অফিসের অতিরিক্ত পরিচালক জনাব সিরাজুল আরেফিন যিনি আরো আগেই মালেশিয়াতে অবস্থান করছেন।
এদিকে প্রতিনিধি দলের প্রধান প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী স্যারের এই নিয়ে তাঁর ফেইস বুক স্ট্যাটাসে বলেছেন এটি তাঁর ২২তম সফরে মালয়েশিয়া যাচ্ছেন। এ যাত্রায় তিনি সবার দোয়া কামনা করছেন।
0 comments:
Thank you