আইআইইউসি'য়ানদের বাসের প্যাড়া!
গোদের উপর বিষফোড়াঁ, আইআইইউসি'য়ানদের বাসের প্যাড়া!
.
বিভিন্ন সমস্যার মধ্যে এমনি করেই চলছে প্রতিদিন দুপুর তিনটার বাসের কান্ডকীর্তন। দুপুরে ক্লাস শেষে অনেক ছাত্রই শহরে চলে যান নিজ গন্তব্যে। অথচ ছাত্র অনুপাতে বাসের সংখ্যা বড়ই অপ্রতুল। এমনকী দুপুর তিনটায় কোন বাস যাবে তাও নির্ধারণ হয় নির্দিষ্ট সময় ঠিক যখন ছুঁইছুঁই। এভাবেই চলছে নিত্য হয়রানি।
ছাত্রদের বারবার অভিযোগ থাকা স্বত্বেও এ নিয়ে এখন পর্যন্ত হয়নি কোন সুরাহা, চলছে নিত্য বাহানা। নিয়মিত যথাযথ ট্রান্সপোর্ট ফি দেয়া স্বত্বেও বাদুড় ঝোলা ঝুলে ঝুলে ক্যাম্পাস থেকে ফিরতে হয় ছাত্রদের। শ্রান্ত মনে, ক্লান্ত দেহে, অলস দুপুরে এমনিই চলছে নিত্য টানাহ্যাঁচড়া।
প্রশ্ন রইল কর্তৃপক্ষ! কবে হবে সুরাহা? সমাধান করুন সমস্যার, বন্ধ করুন টানাহ্যাঁচড়া। আর চাইনা বাহানা!
0 comments:
Thank you