আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ভারত সরকারের বৃত্তি

মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভারত সরকার প্রদত্ত বার্ষিক বৃত্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হয়েছে। স্থানীয় স্বনামধন্য প্রতিষ্ঠানে ব্যাচেলর [আন্ডারগ্র্যাজুয়েট] পর্যায়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবে। পূর্ববর্তী শিক্ষাবর্ষে যারা এ বৃত্তি পেয়েছে তাদেরও আগের বছর পাসের সংশ্লিষ্ট কাগজপত্রসহ পুনরায় আবেদন করতে হবে। বৃত্তির আওতায় প্রতিটি শিক্ষার্থীকে বছরে ২৪ হাজার টাকা প্রদান করা হবে।
যোগ্যতা : আবেদনকারী শিক্ষার্থীদেরকে পূর্ববর্তী শিক্ষাবর্ষে কমপক্ষে জিপিএ-৩ নিয়ে উত্তীর্ণ হতে হবে; চলতি শিক্ষাবর্ষে স্থানীয় কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে ভর্তি থাকতে হবে। পরিবারের মাসিক উপার্জন ১৫ হাজার টাকার কম হতে হবে।
আবেদন প্রক্রিয়া : ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে আবেদনকারীর এক কপি রঙিন ছবি, স্থানীয় চেয়ারম্যান/ইউএনও/টিএনও বা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত মাসিক উপার্জনের সনদ, বাংলাদেশ সরকার প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদ, এসএসসি ও এইচএসসির নম্বরপত্রের সত্যায়িত কপি, প্রতিষ্ঠানের নামোল্লেখসহ চলতি শিক্ষাবর্ষে ভর্তি প্রমাণের লক্ষ্যে প্রয়োজনীয় কাগজ এবং ভোটার আইডি কার্ড/ জাতীয় পরিচয়পত্র বা স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি।
দরকারি ওয়েবসাইট : সংশ্লিষ্ট কাগজপত্রসহ প্রয়োজনীয় সব তথ্যাদি দিয়ে পূরণকৃত আবেদনফরম সরাসরি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ডিফেন্স উইং বরাবর ৩০ নভেম্বরের মধ্যে প্রেরণ করতে হবে। ঠিকানা— প্লট-২এ, ইউএন রোড, [মরিয়ম টাওয়ারের নিকটে], বারিধারা, ঢাকা। হাইকমিশনের ওয়েবসাইট ঠিকানা  www.hcidhaka.gov.in

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News