আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

ইটিইর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিফথ সেমিস্টার

"ইটিইর টূর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিফথ সেমিস্টার "

মাত্র ১ রানের ব্যবধানে সেকেন্ড সেমিস্টারের স্বপ্নকে ধূলিসাৎ করে দিলো ফিফথ সেমিস্টার। গ্রুপ পর্বের ১ম ম্যাচে একই দলের কাছে ১ রানের পরাজয়ের প্রতিশোধই যেন নিল ফিফথ সেমিস্টার।
,
গতকাল ইটিই'র  আন্তঃসেমিস্টার নাইন-এ-সাইড ক্রিকেট টূর্নামেন্টের ফাইনালে ১ রানের নাটকীয় জয় পায় ফিফথ। ১০ ওভারে ৭৫ রান সংগ্রহ করে সেকেন্ডকে ৭৬ রানের টার্গেট দেয় ফিফথ।ব্যাট করতে নেমে ১০ম ওভারের ৫ম বলে শেষ উইকেটটি হারিয়ে ৭৪ রান সংগ্রহ করে ১ রানের পরাজয় মেনে নেয় টিম সেকেন্ড সেমিস্টার।
,
খেলা শেষেই চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। পুরষ্কার বিতরণ শেষে অনুষ্ঠিত হয় ছাত্র-শিক্ষক প্রীতি ম্যাচ।

গ্রুপ পর্বের ১২ টি ম্যাচ,সেমিফাইনাল এবং ফাইনালের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে ১৩ দিন ব্যাপী এই ক্রিকেট টূর্ণামেন্টের।
,
প্রতি সেমিস্টারেই টেলিকম ক্লাবের পক্ষ থেকে এমন টূর্নামেন্ট আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। এর পূর্বেও ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন সহ বেশ কিছু টূর্নামেন্ট আয়োজন করা হয়েছিলো এবং সামনেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা।

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News