ইউনাইটেড গ্রুপ গবেষণা পুরস্কার লাভ করলেন আই আই ইউ সির ভাইস চ্যান্সেলর
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলাম ‘ইউনাইটেড গ্রুপ গবেষণা পুরস্কার ২০১৬’ লাভ করেছেন। পদার্থ বিজ্ঞানে উচ্চমানের (হায়ার ইমপ্যাক্ট ফ্যাক্টর) গবেষণার জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। আগামী ২২ এপ্রিল শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এক লাখ টাকাসহ তিনি এ পুরস্কার গ্রহণ করবেন।
.
ইতঃপূর্বে তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উচ্চতর পাঠ্যগ্রন্থ লেখক হিসেবে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের কাছ থেকে ইউজিসি পুরস্কার গ্রহণ করেন। ' উল্লেখ্য, পদার্থবিজ্ঞানী প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলাম ২০০১ সালে ‘অতিবাহিতা’ ও অন্যান্য বিষয়ে গবেষণার জন্য ইন্টারন্যাশনাল আইসেসকো সায়েন্স অ্যাওয়ার্ড লাভ করেন। তিনিই প্রথম বাংলাদেশী যিনি এই আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। মৌলিক গবেষণামূলক কাজের জন্য তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পুরস্কার-১৯৯৭ পান। গবেষণায় অনন্য অবদান রাখায় তিনি ২০০৮ সালে রাষ্ট্রপতির কাছ থেকে বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্স গোল্ড মেডেল অ্যাওয়ার্ড (২০০৬) লাভ করেন। পদার্থ বিজ্ঞানে উচ্চতর গবেষণা তত্ত্বাবধানের জন্য তিনি প্রধানমন্ত্রী-পুরস্কার লাভ করেন। ২০১০ সালে অ্যাকাডেমিক উচ্চতর গবেষণামূলক জার্নালের সম্পাদক হিসেবে আমেরিকার আটলান্টায় ইন্টারন্যাশনাল সিএসই পুরস্কার লাভ করেন।
'
প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলাম ১৯৪৬ সালের ২ নভেম্বর বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি হাইস্কুল থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান সেকেন্ডারি এডুকেশন বোর্ডের মেধাতালিকায় স্থান দখল করে ১৯৬১ সালে ম্যাট্রিকুলেশন, রাজশাহী সরকারি কলেজ থেকে মেধাতালিকায় স্থান অর্জন করে ১৯৬৩ সালে এইচএসসি (বিজ্ঞান), রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে বিএসসি অনার্সে (পদার্থ বিজ্ঞান) প্রথম বিভাগে প্রথম স্থান ও ১৯৬৭ সালে এমএসসিতে প্রথম
বিভাগে প্রথম স্থান অর্জন করেন। ১৯৬৯ সালে লন্ডন ইম্পেরিয়াল কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ডিআইসি ও ১৯৭২ সালে লন্ডন ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন।
'
প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলাম ১৯৬৮ সালের জানুয়ারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে লেকচারার পদে যোগদান করেন। ১৯৮৪ সালে প্রফেসর পদে উন্নীত হন। এই বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, সিনেট, সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উচ্চতর কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ৷
.
প্রফেসর ড. এ.কে.এম. আজহারুল ইসলাম ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রথম পূর্ণ মেয়াদে এবং চ্যান্সেলরের নিয়োগপ্রাপ্ত হয়ে ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত দ্বিতীয় মেয়াদের ২০০৮ সালের ১৫ জানুয়ারী পর্যন্ত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম–এর ভাইস–চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১২সালে তিনি ৩য় বারের ভিসির দায়িত্ত গ্রহণ করেন।
Congratulations.
ReplyDeleteMay Allah bless you to do more for the nation.